বরিশালজুড়ে ৪২১ জনের করোনা শনাক্ত, একজনের মৃত্যু
বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৪২১ জন। এ সময়ে আক্রান্ত হয়ে বরিশাল জেলার একজনের মৃত্যু হয়েছে এবং সুস্থ হয়েছেন ৫৪ জন। আরটিপিসিআর ল্যাবে শনাক্তের হার ৩৪ দশমিক ৬১ শতাংশ। বুধবার (০২ ফেব্রুয়ারি) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ও শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।
বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. হুমায়ন শাহীন খান জানান, জেলাভিত্তিক তথ্যে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ শনাক্ত হয়েছে বরিশাল জেলায় ১৬২ জন। এ নিয়ে এই জেলায় মোট আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৯৯৫ জন এবং সুস্থ হয়েছেন ১৮ হাজার ৬০৪ জন। মোট মারা গেছেন ২৩১ জন।
পটুয়াখালীতে নতুন শনাক্ত হয়েছেন ৪৯ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৭১১ জন। ২৪ ঘণ্টায় কারো মৃত্যু না হলেও মোট মারা গেছেন ১০৯ জন। সুস্থ হয়েছেন ৬ হাজার ১৫৯ জন।
ভোলায় নতুন ৫৪ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৪২৬ জন। ২৪ ঘণ্টায় কারো মৃত্যু না হলেও মোট মারা গেছেন ৯২ জন। সুস্থ হয়েছেন ৬ হাজার ৭৮৭ জন।
পিরোজপুরে নতুন ৪৯ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৯৮৬ জন। ২৪ ঘণ্টায় কারো মৃত্যু না হলেও মোট মারা গেছেন ৮৩ জন। সুস্থ হয়েছেন ৫ হাজার ২৪৫ জন।
বরগুনায় নতুন ২৮ জন শনাক্ত নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ৪ হাজার ২২১ জন। মোট মারা গেছেন ৯৯ জন। সুস্থ হয়েছেন ৩ হাজার ৮৫৩ জন।
ঝালকাঠিতে নতুন ৭৯ জন শনাক্ত নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ৫ হাজার ১২৯ জন। জেলায় মোট মারা গেছেন ৬৯ জন। সুস্থ হয়েছেন ৪ হাজার ৬০২ জন।
শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের তথ্য সংরক্ষক জাকারিয়া খান স্বপন জানান, ২৪ ঘণ্টায় ২৩৪ জনের নমুনা আরটি-পিসিআর ল্যাবে পরীক্ষা করানো হয়েছে। এর মধ্যে ৮১ জন পজিটিভ ও ১৩৯ জন করোনা নেগেটিভ হয়েছেন। শনাক্তের হার ৩৪ দশমিক ৬১ শতাংশ।
বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার দশমিনা উপজেলায় ২০২০ সালের ৯ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। সেই থেকে ২০২২ সালের ০২ ফেব্রুয়ারি (বুধবার) সকাল ৮টা পর্যন্ত বিভাগের ছয় জেলায় মোট শনাক্ত হয়েছে ৪৯ হাজার ৪৬৮ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৮৩ জন এবং সুস্থ হয়েছেন ৪৫ হাজার ২৫০ জন।
সৈয়দ মেহেদী হাসান/এসপি