ফরিদপুরে করোনা শনাক্তের হার ৬০.৮২ শতাংশ
ফরিদপুরে করোনা শনাক্তের হার সব রেকর্ড ভঙ্গ করেছে। গত ২৪ ঘণ্টায় জেলায় করোনা শনাক্তের হার ৬০ দশমিক ৮২ শতাংশ। শুক্রবার (২৮ জানুয়ারি) বিকেলে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব সূত্রে এ তথ্য জানা গেছে। গত দুই বছরের মধ্যে এটিই জেলায় সর্বোচ্চ করোনা শনাক্তের হার।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক মাইক্রো বায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক ইমতিয়াজ আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।
ফরিদপুরের সিভিল সার্জন ডা. ছিদ্দীকুর রহমান বলেন, গত ২৪ ঘণ্টায় ফরিদপুর শহরসহ নয়টি উপজেলার ১৭১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ১০৪ জনের। অর্থাৎ পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৬০ দশমিক ৮২ শতাংশ।
তিনি আরও বলেন, ফরিদপুরে শনাক্তের হার বাড়লেও মৃত্যুর সংখ্যা তেমন বাড়েনি না। সবাইকে মাস্ক পড়ায় গুরুত্ব দিতে হবে। আমাদের টিকা কার্যক্রম চলমান রয়েছে।
জহির হোসেন/আরএআর