নোয়াখালীতে আরও ১০০ জনের করোনা শনাক্ত
নোয়াখালীতে নতুন করে ১০০ জনের করোনা শনাক্ত হয়েছে। ফলে জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ২১ হাজার ৪১২ জনে। নতুন আক্রান্তের হার শতকরা ১১ দশমিক ৮৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় করোনায় কোনো প্রাণহানি হয়নি। এ পর্যন্ত জেলায় মৃতের সংখ্যা ২২৭।
শুক্রবার (২১ জানুয়ারি) রাত ১০টার দিকে ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালী জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার।
সিভিল সার্জন জানান, নোয়াখালীর ল্যাবে ৫৩০টি নমুনা পরীক্ষায় ১০০ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নোয়াখালী সদরের ৪৩, বেগমগঞ্জের ৫, সোনাইমুড়ীর ৪, সেনবাগের ৪, কোম্পানীগঞ্জের ৪৩ ও কবিরহাটের একজন রয়েছেন।
এ নিয়ে নোয়াখালীতে করোনায় আক্রান্ত হিসেবে মোট শনাক্ত হয়েছেন ২১ হাজার ৪১২ জন। যার মধ্যে সদরের ৭ হাজার ১৫১ জন আর বিভিন্ন উপজেলার ১৪ হাজার ২৬১ জন।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় কোনো মৃত্যু হয়নি। করোনায় নোয়াখালীতে মোট মৃত্যু হয়েছে ২২৭ জনের। যার মধ্যে সদরের ৪১ জন আর বিভিন্ন উপজেলার ২২৭ জন।
হাসিব আল আমিন/ওএফ