নওগাঁয় সিনেমার শুটিংয়ে মোশাররফ ও পার্নো মিত্র
নওগাঁর আত্রাই উপজেলার পতিসরে গত ১২ জানুয়ারি থেকে শুটিংয়ে অংশ নিচ্ছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। বিলডাকিনী নামে একটি সিনেমায় অভিনয় করছেন এই অভিনেতা।
এ ছাড়া গত বুধবার (১৯ জানুয়ারি) দুপুর থেকে এ সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছেন ভারতীয় জনপ্রিয় অভিনেত্রী পার্নো মিত্র।
এ বিষয়ে নির্মাতা ফজলুল কবীর তুহিন ঢাকা পোস্টকে বলেন, আজ সারাদিন আমরা নওগাঁর আত্রাই নদীতে বিলডাকিনীর শুটিং করছি। আত্রাইয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত পতিসর কাচারী বাড়িতেও শুটিং করা হবে। আগামী ২৫ জানুয়ারি পর্যন্ত আমরা এখানেই থাকব। মোশাররফ করিম গত ৬ দিন থেকে শুটিং করছেন।
আত্রাইয়ে শুটিং বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, গল্পের সঙ্গে আত্রাই নদী ও পতিসর কাচারী বাড়ির মিল থাকার কারণে এখানে শুটিং করছি। সিনেমার প্রায় ৭০ ভাগ কাজ শেষ হয়েছে।
অভিনেতা মোশাররফ করিম ঢাকা পোস্টকে বলেন, নওগাঁ চমৎকার একটি জেলা। এ জেলার প্রকৃতি, নদী, মানুষ, খাবার সব কিছুই অসাধারণ। এতো অল্প সময়ের মধ্যেই সবকিছু অনেক আপন মনে হয়েছে। খুব ভালো লাগছে। সময়গুলো খুব উপভোগ করছি।
নূরুদ্দিন জাহাঙ্গীরের লেখা উপন্যাস অবলম্বনে ২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদান পায় 'বিলডাকিনী'। আঁধারকবলিত এক জনপদের গল্প এটি। এক নারীকে ধর্ষণ এবং তার সন্তানসম্ভবা হয়ে পড়া নিয়ে গল্প এগিয়ে চলে। শোষণ ও নির্যাতনের বিরুদ্ধে সামাজিক জাগরণের গল্প নিয়ে এগিয়ে যায় কাহিনী।
মো. দেলোয়ার হোসেন/আরআই