নাটোরে দেড় বছরের শিশু করোনায় আক্রান্ত
নাটোরের বাগাতিপাড়া উপজেলায় মাশরাফি নামে দেড় বছর বয়সী এক শিশু করোনায় আক্রান্ত হয়েছে। বুধবার (১৯ জানুয়ারি) রাতে নাটোর সিভিল সার্জন অফিস বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছে।
আক্রান্ত শিশু বাগাতিপাড়া উপজেলার টুনিপাড়া গ্রামের মামুনের ছেলে।
নাটোর সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮২ জনের শরীরে নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে র্যাপিড অ্যান্টিজেনে ৬২ ও জিন এক্সপার্ট মেশিনে ২০ নমুনা পরীক্ষা করে ২০ জনের করোনা শনাক্ত হয়। এর মধ্যে দেড় বছর বয়সী এক শিশু রয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৪.৩৯ শতাংশ।
এ নিয়ে নাটোরে মোট ৩৩ হাজার ৪৩ জনের শরীরে নমুনা পরীক্ষা করে ৮ হাজার ৫৩৬ জন শনাক্ত হয়েছে। এ পর্যন্ত নাটোরে মোট করোনায় মৃত্যু হয়েছে ১৭৫ জনের।
জেলা সিভিল সার্জন ডা. রোজী আরা খাতুন বলেন, নাটোরের বাগাতিপাড়া উপজেলায় মাশরাফি নামে দেড় বছর বয়সী এক শিশু করোনায় আক্রান্ত হয়েছে। তবে শিশুটি সুস্থ রয়েছে।
তাপস কুমার/আরআই