সিরাজগঞ্জে পা হারানো হোসেন পেল হুইলচেয়ার
সিরাজগঞ্জ পৌরসভার মাহমুদপুর রেলওয়ে কলোনির আলতাব হোসেনের ছেলে হোসেন আলী (১৭)। ট্রেনে কাটা পড়ে একটি পা হারিয়ে পঙ্গুত্ব বরণ করেন। সেদিন থেকেই হোসেনের জীবনে নেমে আসে ঘন অন্ধকার। বিষয়টি নজরে আসে পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) সদস্য মো. শামীম রেজার।
তিনি তাকে একটি হুইলচেয়ার কিনে দেওয়ার জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেন। সেখান থেকে সংগৃহীত টাকায় তাকে একটি হুইলচেয়ার কিনে দিলেন তিনি।
ফেসবুক বন্ধুদের দেওয়া টাকা দিয়ে কেনা হুইলচেয়ারটি রোববার (১৬ জানুয়ারি) বিকেলে তার বাড়িতে গিয়ে তাকে পৌঁছে দেওয়া হয়। বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন ডিএসবি সদস্য শামীম রেজা।
হুইলচেয়ার পাওয়ার অনুভূতি প্রকাশ করতে গিয়ে মো. হোসেন জানান, ট্রেন দুর্ঘটনার পরে একটি পা হারানোর পর থেকেই আর চলাফেরা করতে পারতাম না। টাকার অভাবে একটা হুইলচেয়ার কেনার সামর্থ্যও আমাদের নেই। কিন্তু এখন অনেকটাই স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারব ভেবেই ভালো লাগছে। এই অনুভূতি প্রকাশ করার ভাষা নেই বলেও জানান তিনি।
পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) সদস্য শামীম রেজা ঢাকা পোস্টকে বলেন, হোসেনের বিষয়টি জানার পরে খুব খারাপ লাগে। তখনই ভাবলাম দেখি হোসেনের জন্য একটা হুইলচেয়ারের ব্যবস্থা করতে পারি কি না। এটা ভেবেই ফেসবুকে একটা স্ট্যাটাস দেই। সেখানে বন্ধুদের সাড়া আমাকে অবাক করে। তাদের পাঠানো ৫ হাজার ৫০০ টাকাতেই হোসেনকে একটি হুইলচেয়ার কিনে দিলাম। সামনেই এমন ভালো কাজগুলো চালিয়ে যেতে চাই বলেও জানান তিনি।
এ সময় স্বেচ্ছাসেবীদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল আলিম, প্রকৌশলী সোয়েব, বি.এম সাজিদ মুন, আব্দুর রহিম, ইসমাইল হোসেন ও সাজু আহমেদ।
শুভ কুমার ঘোষ/এমএসআর