১৬ জানুয়ারি খেলা হবে : শামীম ওসমান
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, মৃত্যুর ১৫ থেকে ৩০ মিনিট আগে বাবা আমাদের তিন ভাইকে একজনের হাতে তুলে দিয়েছিলেন। তিনি হচ্ছেন জাতির পিতার কন্যা জননেত্রী শেখ হাসিনা। তিনি (বাবা) বলেছেন, আমার ছেলেরা যদি বঙ্গবন্ধু হত্যার বিচার চাইতে গিয়ে মারা যায়, আমি যেখানেই থাকি, আমি শান্তিতে থাকব। আমরা সেই পিতার সন্তান, যে বঙ্গবন্ধু পরিবারের জন্য জীবন দেওয়ার জন্য আমার নেত্রী শেখ হাসিনার হাতে তুলে দিয়েছেন। সেখানে আমার অবস্থান নৌকার বাহিরে থাকতে পারে না।
সোমবার (১০ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনকে ঘিরে শহরের বাঁধন কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
শামীম ওসমান বলেন, এখানে আমার প্রেস কনফারেন্স করার কথা না। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে মাত্র ৫ লাখ ১৯ হাজার ভোটার। সেখানে সিটির মাত্র ১০টি ওয়ার্ড আমার নির্বাচনী এলাকায়। পাশেই ফতুল্লার তিনটি ইউনিয়নে আরও ৬ লাখের বেশি ভোটার আছে, আরও দুটি ইউনিয়ন নিয়ে ভোটার সংখ্যা ৭ লাখের কাছাকাছি। সেখানেও কিছু দিন আগেই নির্বাচন হলো ইভিএমে। সেই নির্বাচনে আমি গেলামও না, কথাও বললাম না, নির্বাচন হয়ে গেল, টেরও পেলাম না। কিন্তু সিটি নির্বাচনটা আসলেই কেন জানি একটা সমস্যা হয়ে যাচ্ছে। গরিবের বউ যেমন সবার ভাবি হয়, তেমনই আমার অবস্থা হয়েছে এই। কেউ বলে, আমি উনার, উনিও বলে আমি উনার আবার দুজন দুজনকে দিয়ে দিতে চায়। কী এক অবস্থায় আমি আছি। আমি জানি না।
তিনি বলেন, আমি একটি কারণে মানসিকভাবে সক্টড, সেটা আপনারা জানেন। যদি আমি সেই জিনিসটা চেপে যাই, তাহলে অসত্য বলা হবে। তার ওপর আমি একজন সংসদ সদস্য, আইন প্রণেতা। নির্বাচনে নামলে আইন লংঘন হবে। তাই নিয়ম অনুযায়ী, আমি নির্বাচনে আসারও কথা না। কিন্তু আমার না আসা নিয়ে একটি পক্ষ একের পর এক ইস্যু তৈরি করেছেন। আমার দলকে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে, সে জন্য আমি ভাবলাম, আমার কথা বলা উচিৎ। তাই এই প্রেস কনফারেন্স।
শামীম ওসমান আরও বলেন, আমার জীবনের সবচেয়ে বড় কষ্টের প্রেস কনফারেন্স এটা। আমার জীবনের সবচেয়ে কষ্টদায়ক দিন হয়তো বা এটা। তারপরেও এখানে আসছি, আমার বড় ভাই সেলিম ওসমান আমাকে আপার হাতে আমাদের তিন ভাইকে তুলে দেওয়ার কথা স্মরণ করিয়ে বলেছেন, এই নৌকা কার? আমি বললাম আপার। এই নৌকা কার? আমি বললাম ‘বঙ্গবন্ধুর’। তিনি বললেন, বাকিটা আপার ওপর ছেড়ে দাও। উনি আমাদের অভিভাবক।
তিনি বলেন, নৌকার প্রার্থী কে সেটা আমার দেখার বিষয় নয়, আমরা দেখবো নৌকাকে। আমরা নৌকার পক্ষে আজ থেকে নামলাম। ১৬ তারিখ খেলা হবে এবং জয়ী আমরাই হব।
সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মো. বাদল, মহানগর আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি চন্দন শীল, সাধারণ সম্পাদক খোকন সাহা, ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি সাইফউল্লাহ বাদল, সাধারণ সম্পাদক শওকত আলী, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়া, বন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ রশীদ, মহানগর আওয়ামী মহিলা লীগের সভাপতি ইসরাত জাহান স্মৃতি, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভূঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, আগামী ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী। স্বতন্ত্র প্রার্থী হিসেবে হাতি প্রতীকে মেয়র পদে আইভীর সঙ্গে লড়ছেন বিএনপি থেকে অব্যাহতি পাওয়া অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার। গত কয়েক দিন ধরে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানকে নিয়ে নানা বিতর্কিত মন্তব্য করে আসছেন আইভী। কখনো তাকে গডফাদার বলছেন, আবার কখনো তৈমূরকে শামীম ওসমানের প্রার্থী বলছেন। নৌকার প্রার্থী হওয়া সত্ত্বেও শামীম ওসমান তার পাশে নেই বলেও মন্তব্য করেন আইভী। এসব বিষয় নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করতেই এই সংবাদ সম্মেলন করেন শামীম ওসমান।
রাজু আহমেদ/আরএআর