নীলফামারীর নতুন ডিসি নাফিসা আরেফিন
নীলফামারী জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব নাফিসা আরেফিনকে।
তিনি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্ম সচিব পদে বদলি হওয়া নীলফামারীর বর্তমান জেলা প্রশাসক (ডিসি) মো. হাফিজুর রহমান চৌধুরীর স্থলাভিষিক্ত হবেন।
বুধবার (৫ জানুয়ারি) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব কে.এম. আল-আমীন স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে নাফিসা আরেফিনকে নীলফামারীর জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
অন্যদিকে আরেকটি প্রজ্ঞাপনে নীলফামারীর বর্তমান জেলা প্রশাসক (ডিসি) মো. হাফিজুর রহমান চৌধুরীকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্ম সচিব পদে বদলি করা হয়েছে।
প্রসঙ্গত, নীলফামারী ছাড়াও বুধবার আরও ১২ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। জেলাগুলো হলো- গাজীপুর, নারায়ণগঞ্জ, নওগাঁ, পিরোজপুর, রাজবাড়ী, নোয়াখালী, চুয়াডাঙ্গা, গাইবান্ধা, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, ঝিনাইদহ এবং চাঁপাইনবাবগঞ্জ।
শরিফুল ইসলাম/আরআই