সিলেটে সিল মারা ব্যালট পেপারসহ দুই নির্বাচন কর্মকর্তা আটক
সিলেটের জকিগঞ্জে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা দুই কর্মকর্তাকে সিল মারা ব্যালট পেপার ও সিলসহ আটক করেছে পুলিশ ও জেলা প্রশাসন। বুধবার (৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার মরিচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- জকিগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা সাদমান সাকিব এবং উপজেলা কৃষি কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা আরিফুল হক।
সিলেটের পুলিশ সুপার মো. ফরিদ উদ্দীন ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করে জানান, কৃষি কর্মকর্তা আরিফুল হকের জ্যাকেটের পকেটে খালি একটি ফেনডিলের বোতল পাওয়া গেছে। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ সূত্রে জানা গেছে, সাদমান সাকিব জকিগঞ্জ সদর, সুলতানপুর ও বারঠাকুরী ইউনিয়ন এবং আরিফুল হক কাজলসার বারহাল ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করছিলেন। দিনভর তাদের আচরণ সন্দেহজনক ছিল। কেন্দ্রগুলোতে ব্যালট পেপার কম হওয়ায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিকেল সাড়ে ৩টার দিকে জেলা প্রশাসক কাজী এম এমদাদুল ইসলাম ও পুলিশ সুপার মো. ফরিদ উদ্দীনের উপস্থিতিতে উপজেলার মরিচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাদের গাড়ি তল্লাশি করে এসব সিল মারা ব্যালট পেপার ও সিল উদ্ধারসহ তাদের আটক করা হয়। এ ঘটনায় কাজলসার ইউনিয়নের নির্বাচন স্থগিত করা হয়েছে।
আরএআর