সিলেটে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে
সিলেট জেলার ১৮ ইউনিয়নে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। বুধবার (০৫ জানুয়ারি) সকাল ৮টা থেকে ভোট শুরু হয়ে একটানা চলবে বিকেল ৪টা পর্যন্ত।
জানা গেছে, সিলেটের ১৮ ইউনিয়নের মধ্যে কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পূর্ব, লক্ষ্মীপ্রসাদ পশ্চিম, দিঘীরপাড়, সাতবাক, বড়চতুল, কানাইঘাট, দক্ষিণ বানিগ্রাম, ঝিংগাবাড়ি, রাজাগঞ্জ এবং জকিগঞ্জ উপজেলার বারহাল, বীরশ্রী, কাজলসার, খলাছড়া, জকিগঞ্জ, সুলতানপুর, বারঠাকুরী, কসকনকপুর এবং মানিকপুর ইউপিতে ভোট চলছে।
ভোটকেন্দ্র ঘুরে দেখা গেছে, সকাল ৮টার আগেই ভোটাররা কেন্দ্রে এসেছেন। নিজের ভোট নিজে দিতে পেরে ভালো লাগছে বলে জানিয়েছে ভোটাররা।
জকিগঞ্জের খলাছড়া ইউনিয়নের আইন-শৃঙ্খলার দায়িত্বে থাকা পুলিশ পরিদর্শক জাবেদ মাহমুদ জানান, সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনার লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষ হবে বলে আশা করছি।
জকিগঞ্জ উপজেলার রিটার্নিং অফিসার শাদমান সাকিব ঢাকা পোস্টকে জানান, শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। মাঠে আইনশৃঙ্খলা রক্ষায় ম্যাজিস্ট্রেট, পুলিশ ও আনসার সদস্যরা রয়েছেন। এছাড়া যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সদা তৎপর রয়েছে।
এসপি