প্রেমের ফাঁদে ফেলে প্রতারণা, পুলিশ পরিদর্শকের স্ত্রী গ্রেফতার
রংপুরে প্রেমের ফাঁদে ফেলে অন্তরঙ্গ ছবি ধারণ করে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া চক্রের সঙ্গে জড়িত থাকার ঘটনায় এক পুলিশ পরিদর্শকের স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। এর আগে গত রোববার (২ জানুয়ারি) রাতে ওই চক্রের মূল হোতা অনিক-আসমানী দম্পতিকে গ্রেফতার করে র্যাব।
মঙ্গলবার (৪ জানুয়ারি) রাতে ঢাকা পোস্টকে এসব তথ্য নিশ্চিত করেন রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) হোসেন আলী।
তিনি জানান, সাধারণ মানুষদের ফাঁদে ফেলে জিম্মি করে টাকা আদায়ের ঘটনায় মঙ্গলবার বিকেলে রংপুর নগরের ঠিকাদার পাড়া বীকন মোড় এলাকার একটি বাসা থেকে কানিজ ফাতিমা আনিসা (৩৬) নামে এক নারীকে গ্রেফতার করা হয়। ওই নারীর স্বামী হাবিবুর রহমান রংপুর জেলা পুলিশ সুপার কার্যালয়ে পরিদর্শক পদে কর্মরত।
এর আগে গত রোববার প্রেমের ফাঁদে ফেলে জিম্মি করে অর্থ হাতিয়ে নেয়াসহ টর্চার সেলে নিয়ে নির্যাতনের অভিযোগে নগরের গ্র্যান্ড হোটেল মোড় এলাকার নিজ বাড়ি থেকে শাহারুখ করিম অনিক (৩৪) ও তার স্ত্রী আসমানী আক্তারকে (২৪) গ্রেফতার করে র্যাব।
এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি মামলা হয়েছে। ওই মামলায় গ্রেফতার ওই দম্পতি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এতে তাদের চক্রে জড়িত থাকা কানিজ ফাতিমা আনিসার নাম উঠে আসে। বিষয়টি নিশ্চিত হয়ে মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে অভিযান চালিয়ে বীকন মোড় এলাকার একটি বাসা থেকে কানিজ ফাতিমা আনিসাকে গ্রেফতার করা হয়।
এই রিপোর্ট লেখা পর্যন্ত (রাত ১০টা) গ্রেফতার ওই নারীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে।
এদিকে আনিসার স্বামী হাবিবুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
রংপুর জেলার পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরীর মোবাইল ফোনে কল দিলেও তিনি রিসিভ করেননি।
ফরহাদুজ্জামান ফারুক/আরএআর