বীর মুক্তিযোদ্ধার জন্য কার্যালয়ে সংরক্ষিত চেয়ার রাখলেন ওসি
বীর মুক্তিযোদ্ধাদের সম্মান জানাতে নিজের অফিস কক্ষে সংরক্ষিত চেয়ার রেখেছেন নোয়াখালীর সুবর্ণচরের চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক।
সোমবার (৩ জানুয়ারি) রাত ৮টা ১৫ মিনিটের দিকে চরজব্বার থানার ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসের মাধ্যমে তিনি এ ঘোষণা দেন।
স্ট্যাটাসে চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক লেখেন, ‘নোয়াখালী জেলার মানবিক ও অনুকরণীয় পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম স্যারের নির্দেশনা মোতাবেক স্বাধীনতার ৫০ বছর ও মুজিব শতবর্ষ উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাগণের প্রতি সম্মান প্রদর্শনের জন্য চরজব্বার থানায় অফিসার ইনচার্জের অফিস কক্ষে সংরক্ষিত চেয়ার।’
সুবর্ণচর উপজেলার বাসিন্দা মোহাম্মদ শিমুল ঢাকা পোস্টকে বলেন, মুক্তিযোদ্ধাদের সম্মানে আসন সংরক্ষিত রাখার বিষয়টি সুন্দর লেগেছে। এমন উদ্যোগ প্রশংসার দাবি রাখে।
ঢাকা পোস্টকে স্ট্যাটাসের সত্যতা নিশ্চিত করেন চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক। তিনি বলেন, আমরা যারা মুক্তিযুদ্ধ দেখিনি, তাদের মুক্তিযোদ্ধাদের ত্যাগের কথা স্মরণ করতে হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে অকুতোভয় এসব বীর সৈনিকের জন্য আজ আমরা স্বাধীন। তাই আমার কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সংরক্ষিত চেয়ার রাখার সিদ্ধান্ত নিয়েছি।
হাসিব আল আমিন/এনএ