সিলেটে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে
উৎসবমুখর পরিবেশে সিলেট জেলার ২০ ইউনিয়নের ভোটগ্রহণ চলছে। রোববার (২৬ ডিসেম্বর) সকাল ৮টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।
জানা গেছে, ২০ ইউনিয়নের মধ্যে গোলাপগঞ্জ উপজেলার ১০ এবং বিয়ানীবাজার উপজেলার ১০ ইউপিতে ভোটগ্রহণ চলছে। গোলাপগঞ্জ উপজেলার বাঘা, গোলাপগঞ্জ, ফুলবাড়ী, লক্ষ্মীপাশা, বুধবারিবাজার, ঢাকা দক্ষিণ, লক্ষ্মণাবন্দ, ভাদেশ্বর, পশ্চিম আমুড়া, উত্তর বাদেপাশাও শরীফগঞ্জ ইউনিয়ন। এ উপজেলায় মোট ভোটার ২ লাখ ১৫ হাজার ৮৭৮ জন।
এখানে চেয়ারম্যান প্রার্থী হয়েছেন ৫৪ জন। তাদের মধ্যে আওয়ামী লীগ মনোনীত ১০ জন, জাতীয় পার্টির ৩ জন, ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন, জমিয়তে উলামায়ে ইসলামের একজন, জাসদের একজন, আওয়ামী বিদ্রোহী ৪ জন, বিএনপি সমর্থিত স্বতন্ত্র ১৫ জন, জামায়াত সমর্থিত স্বতন্ত্র ৮ জন, অন্যান্য স্বতন্ত্র ১৩ জন। এছাড়া সাড়ে ৪ শতাধিক সাধারণ সদস্য (মেম্বার) এবং সংরক্ষিত নারী ওয়ার্ডের সাধারণ সদস্য এ নির্বাচনে প্রার্থী হয়েছেন।
বিয়ানীবাজার উপজেলার আলীনগর, চারখাই, দুবাগ, শেওলা, কুড়ারবাজার, মাতিউরা, তিলপাড়া, মুল্লাপুর, মুড়িয়া ও লাওতা ইউনিয়ন ভোটগ্রহণ চলছে। এখানে চেয়ারম্যান পদে লড়ছেন ৪৭ প্রার্থী। মোট ভোটার ১ লাখ ৫৭ হাজার। এর মধ্যে পুরুষ ৭৮ হাজার ১০১ জন ও নারী ৭৯ হাজার ৫০১ জন।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী জানান, সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনার লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষ হবে বলে আশা করছি।
গোলাপগঞ্জ উপজেলার রিটার্নিং কর্মকর্তা গোলাম কবীর ঢাকা পোস্টকে বলেন, শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। মাঠে আইনশৃঙ্খলা রক্ষায় পাঁচজন ম্যাজিস্ট্রেট, ৬৭৫ জন পুলিশ ও ১ হাজার ৬৮৩ জন আনসার সদস্য রয়েছেন। এছাড়া যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইন-শৃঙ্খলা বাহিনী সদা তৎপর আছে।
এসপি