অপহৃত তিন রোহিঙ্গা জীবিত উদ্ধার, অস্ত্রসহ আটক ৭
কক্সবাজারের উখিয়ায় বালুখালী ১০ নম্বর ক্যাম্পের অপহৃত তিন রোহিঙ্গাকে উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ ঘটনায় অপহরণকারী চক্রের সাত সদস্যকে আটক করা হয়েছে।
রোববার বিকেলে পাহাড়ি ছড়ার পাশে অভিযান চালিয়ে ওই তিন রোহিঙ্গাকে উদ্ধারসহ অপহরণকারীদের আটক করা হয়। এ সময় অপহরণকারীদের কাছ থেকে একটি ওয়ানশুটার গান উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া ভিকটিমরা হলেন- আব্দুল মজিদের ছেলে জাকির, সামলাতুল্লার ছেলে রাইহান, নাগো মিয়ার ছেলে শুক্কুর। তারা সবাই ১০ নম্বর ক্যাম্পের বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করেছে ৮ নম্বর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন ঢাকা পোস্টকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অপহরণের শিকার তিন রোহিঙ্গাকে জীবিত উদ্ধারের পাশাপাশি অপহরণ চক্রের সাত সদস্যকে আটক করা হয়। এ সময় অপহরণকারীদের কাছ থেকে একটি ওয়ানশুটার গান উদ্ধার করা হয়।
সাইদুল ফরহাদ/এমএইচএস