যৌতুকের দাবিতে জ্বলন্ত সিগারেটের ছ্যাঁকা, গ্রেফতার ২
সাভারে শান্তা খাতুন (২১) নামের এক পোশাক শ্রমিককে জ্বলন্ত সিগারেটের ছ্যাঁকা ও গরম পানি দিয়ে শরীর ঝলসে দেওয়ার ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় গেন্ডা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এর আগে বিকেলে ৬ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন ভুক্তভোগী ওই নারী পোশাক শ্রমিক।
গ্রেফতাররা হলেন, ভুক্তভোগী শান্তার শ্বশুর নজরুল ইসলাম (৫০) ও শাশুড়ি খুরশিদা বেগম খুশি (৪০)। মামলার অন্য আসামিরা হলেন- শান্তার স্বামী জহিরুল ইসলাম সাগর (২৫), সাগরের মামাতো ভাই নিরব হোসেন শাওন (২৬), সাইফুল ইসলাম (৩৫) ও জুলহাস (৩০)।
ভুক্তভোগী ওই নারী সাভার পৌরসভার গেন্ডা এলাকার জহিরুল ইসলাম সাগরের স্ত্রী।
শান্তা জানান, প্রায় দুই বছর আগে সাগর ও তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে বিয়ে করতে অস্বীকৃতি জানালে তিনি সাগরের বাড়িতে বিয়ের জন্য অনশন করেন। পরে বাধ্য হয়ে শান্তাকে বিয়ে করেন সাগর। কিন্তু বিয়ের পর থেকেই তার ওপর চলে অমানবিক নির্যাতন। পুরো পরিবার তার ওপর নির্যাতন চালাতো বলে দাবি শান্তার।
সবার অমতে বিয়ে করায় নিজের পরিবারের সঙ্গেও তেমন যোগাযোগ ছিল না শান্তার। কিন্তু সাগর যৌতুকের জন্য চাপ প্রয়োগ করায় অনেক কষ্টে মায়ের মাধ্যমে কিছু টাকা এনে দেন। আবারও টাকা দাবি করলে ধামরাইয়ে বাসা ভাড়া নিয়ে পোশাক কারখানায় কাজ নেন তিনি। তারপরও চলে নির্যাতন।
সর্বশেষ ১৩ ডিসেম্বর কৌশলে শান্তাকে নামা গেন্ডা এলাকার বাড়িতে ডেকে নেয় জহিরুল। সেখানে পৌঁছালেই চোখ বেঁধে নির্যাতন শুরু করে। মারধর করে শান্তার মুখে বিষ ঢেলে দেয়। পরে জ্বলন্ত সিগারেটের ছ্যাঁকা ও গরম পানি শরীরে ঢেলে দেয়। যন্ত্রণা সহ্য করতে না পেরে তাদের ধাক্কা দিয়ে দৌড় দিয়ে এসে উঠানে পড়ে যান শান্তা। সেখান থেকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসা শেষে আজ মামলা দায়ের করলে দুই জনকে গ্রেফতার করে পুলিশ।
এদিকে শনিবার সকাল থেকে সাভারের একটি ওয়ার্ডের সাবেক এবং বর্তমান দুই কমিশনারের পরিচয়ে দুই দফায় লোকজন এসে আপোষের জন্য চাপ প্রয়োগ করেছেন বলে দাবি ভুক্তভোগী শান্তার। তিনি ঢাকা পোস্টকে বলেন, প্রথম দফায় তিন থেকে চার জন লোক এসে বলেছেন গেদু কমিশনার পাঠিয়েছেন। থানায় যেন কোনো মামলা না হয়। কোনো চার্জশীট যেন না হয়। দ্বিতীয় দফায় পাঁচ থেকে ৬ জন এসে মুরাদ কমিশনারের লোক পরিচয় দিয়ে একই কথা বলে গেছেন।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক জাহিদ হাসান জানান, এ বিষয়ে মামলা দায়ের হয়েছে। মামলা হওয়ার সঙ্গে সঙ্গেই দুই জনকে গ্রেফতার করা হয়েছে। আগামীকাল তাদের আদালতে পাঠানো হবে।
মাহিদুল মাহিদ/এমএইচএস