পাবনায় ২১ নেতাকর্মীকে আ.লীগ-যুবলীগ থেকে বহিষ্কার
পাবনার দুই উপজেলার ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ও একটি পৌরসভার মেয়র পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় আটঘরিয়া ও ভাঙ্গুড়ার আওয়ামী লীগ ও যুবলীগের ২১ নেতাকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃতদের মধ্যে ভাঙ্গুড়ার তিন আর আটঘরিয়ার আট বিদ্রোহী প্রার্থী রয়েছে। বাকি সবাই বিদ্রোহীদের পক্ষ নিয়ে নৌকার প্রার্থীর বিপক্ষে অবস্থান নেওয়ায় বহিষ্কার করা হয়েছে।
শুক্রবার (১৭ ডিসেম্বর) সকালে আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শহিদুল ইসলাম রতন ও সাধারণ সম্পাদক মো. মোহাঈম্মীন হোসেন চঞ্চল এবং উপজেলা যুবলীগের সভাপতি মো. আজিজুল গাফ্ফার ও সাধারণ সম্পাদক গোলাম মওলা পান্নু এ তথ্য নিশ্চিত করেছেন।
ভাঙ্গুড়ায় বহিষ্কৃতরা হলেন- উপজেলার পার ভাঙ্গুড়া ইউপির চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান (বাদশা), দিলপাশা ইউপির চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হান্নান প্রামানিক এবং অষ্টমনিষা ইউপির চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামছুল হক।
আটঘরিয়ায় বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়া আটজন ও দলীয় প্রার্থীর বিপক্ষে অবস্থান নেওয়ায় আরও দশজনকে আওয়ামী লীগ ও যুবলীগ থেকে বহিষ্কার করা হয়েছে।
আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক হেলাল উদ্দিন খান বলেন, ২৬ ডিসেম্বর উপজেলার পাঁচটি ইউনিয়ন ও এক পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে প্রার্থী না হতে নোটিশ দেওয়া হয়। পাশাপাশি বিদ্রোহী প্রার্থীদের প্রার্থিতা প্রত্যাহারে ৫ ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছিল। অনেকেই প্রার্থিতা প্রত্যাহার করেছেন। আবার অনেকেই করেননি। যারা প্রত্যাহার করেননি এ রকম আটজন প্রার্থীকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া দলের বিপক্ষে অবস্থান নেওয়া আরও আটজনকে বহিষ্কার করা হয়েছে।
আটঘরিয়ায় বহিষ্কৃতরা হলেন- পাবনা জেলা আওয়ামী লীগের সদস্য ও মেয়র প্রার্থী ইশারত আলী, পৌর আওয়ামী লীগের সদস্য ও মেয়র প্রার্থী আশরাফুজ্জামান জুয়েল, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও চাঁদভা ইউনিয়নের চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী কামরুজ্জামান টটুল, দেবোত্তর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও বিদ্রোহী প্রার্থী আবুল কালাম আজাদ, জেলা কৃষক লীগের সদস্য ও বিদ্রোহী প্রার্থী কে এম শাহীন, একদন্ত ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও বিদ্রোহী প্রার্থী লিয়াকত হোসেন আলাল সরদার, একদন্ত ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক কার্যকরী সদস্য ও বিদ্রোহী প্রার্থী রেজাউল করিম মুকুল, লক্ষ্মীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও বিদ্রোহী প্রার্থী হাবিবুল্লাহ মোল্লা।
এছাড়া দলীয় প্রার্থীদের বিপক্ষে অবস্থান নেওয়ায় দেবোত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রজব আলী, কার্যকরী সদস্য খোরশেদ আলম, ৭ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মুরশেদ আলী খান, চাঁদভা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাসিনুর রহমান লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির আহমেদসহ দেবোত্তর ইউনিয়ন আওয়ামী যুবলীগের পাঁচ নেতাকে বহিষ্কার করা হয়েছে।
উল্লেখ্য, আগামী ২৬ ডিসেম্বর পাবনার ভাঙ্গুড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে, আটঘরিয়া উপজেলার চেয়ারম্যান পদে ও আটঘরিয়া পৌরসভায় মেয়র পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
রাকিব হাসনাত/এসপি