সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহতের অভিযোগ
ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাগাডাঙ্গা সীমান্তের ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে মিকাইল হোসেন (৩০) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। তিনি বাঘাডাঙ্গার জিনজিরা পাড়ার রুহুল আমিনের ছেলে।
নিহতের মামাতো ভাই মুছা নুর মল্লিক জানান, কয়েকদিন আগে মিকাইলসহ আরও কয়েকজন সীমান্ত পার হয়ে ভারতে যান। গত বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) রাতে গরু নিয়ে পশ্চিমবঙ্গের নদীয়া জেলার টেংরাখাল ব্রিজ এলাকা দিয়ে তারা দেশে ফেরার চেষ্টা করছিলেন। এ সময় তারা নদীয়ার শিলবাড়ি বিএসএফ টহল দলের সামনে পড়ে। বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে অন্যরা পালিয়ে আসেন। তবে মিকাইল নিখোঁজ ছিলেন। ওই ঘটনার তিন দিন পর রোববার (১২ ডিসেম্বর) বিকেলে সীমান্তবর্তী টেংরা খালে তার মরদেহ ভেসে ওঠে। খবর পেয়ে নদীয়া জেলার হাঁসখালী থানা পুলিশ মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।
নেপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল আলম বলেন, এলাকার ১০/১২ জন গরু আনতে ভারতে যান। গরু নিয়ে ফেরার পথে বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। অন্যরা ফিরে এলেও মিকাইল ফিরে আসেননি। নিহতের পরিবার ওপারের স্বজনদের কাছ থেকে এ তথ্য জেনেছে।
এ বিষয়ে বিজিবির ঝিনাইদহের খালিশপুর ৫৮ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল শাহিন আজাদ বলেন, এ ব্যাপারে কোনো তথ্য পাইনি। খোঁজখবর নেওয়া হচ্ছে।
আব্দুল্লাহ আল মামুন/আরএআর