প্রিসিলার উপহার পেয়ে আনন্দে আত্মহারা বৃদ্ধা আবেদা
টিউবওয়েল না থাকায় বৃদ্ধা আবেদা বেগমের খাবার পানির কষ্ট ছিল। অন্যের বাড়ি থেকে প্রতিদিন খাবার পানি আনতে হতো তার। ঘটনাটি নিউইয়র্ক প্রবাসী প্রিসিলা নাজনীন ফাতেমার দৃষ্টিতে আসার পর বৃদ্ধা আবেদাকে একটি টিউবওয়েল উপহার দিয়েছেন তিনি। এখন খুশিতে আত্মহারা আবেদা বেগম।
আবেদা বেগম (৬৫) সাতক্ষীরা তালা সদর ইউনিয়নের আটারই গ্রামের বাসিন্দা। স্বামী আবু জাফর তাকে রেখে চলে গেছেন অন্যত্র। একমাত্র ছেলেসন্তানও ৮ বছর ধরে খোঁজ রাখেন না তার।
আবেদা বেগমের এমন দুর্দশার চিত্র নিউইয়র্ক প্রবাসী প্রিসিলা ফাতেমাকে ই-মেইলে অবহিত করেন আটারই গ্রামের বাসিন্দা সাংবাদিক সোহাগ হোসেন। ই-মেইল বার্তায় সাড়া দেন প্রিসিলা।
সাংবাদিক সোহাগ হোসেন জানান, ই-মেইলের মাধ্যমে আবেদা বেগমের দুর্দশার চিত্র জানানোর পর প্রিসিলা সাড়া দিয়ে আমার সঙ্গে যোগাযোগ করেন ও একটি টিউবওয়েল বসানোর জন্য সহায়তা করেন। রোববার (১২ ডিসেম্বর) সকালে আবেদার বাড়িতে ৬ হাজার ৮০০ টাকা ব্যয়ে টিউবওয়েলটি বসানো হয়েছে।
আবেদা বেগম বলেন, বৃদ্ধ বয়সে অন্যের বাড়ি থেকে পানি নিয়ে আসতে খুব কষ্ট হতো। স্বামী-সন্তানরা কেউ খোঁজ নেয় না। কোথায় থাকে সেটিও জানি না। ছেলের একমাত্র ছেলে সিয়ামকে নিয়ে আমি থাকি। সোহাগের মাধ্যমে প্রিসিলা নামের মেয়েটি আমাকে টিউবওয়েল বসিয়ে দিয়েছে। এখন থেকে নামাজের জন্য ওজু করতে পারব, পানি খেতে পারব। আমি খুব খুশি হয়েছি।
উল্লেখ্য, নিউইয়র্ককে বসবাস করেও অনলাইন প্লাটফর্মের মাধ্যমে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনার মধ্যদিয়ে প্রশংসা কুড়িয়ে চলেছেন প্রিসিলা ফাতেমা।
আকরামুল ইসলাম/এমএসআর