মুরগির সঙ্গে এ কেমন শত্রুতা?
সাভারে একটি পোল্ট্রি খামারে প্রায় দেড় হাজার মুরগি আগুনে পুড়িয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী। শনিবার (৩০ জানুয়ারি) ভোরে সাভারের বিরুলিয়া ইউনিয়নের ছোট কালিয়াকৈর উত্তরপাড়া এলাকার এখলাছুর রহমানের পোল্ট্রি ফার্মে এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে শুক্রবার (২৯ জানুয়ারি) রাত সাড়ে ৩টার দিকে মশাল দিয়ে এখলাছুরের টিনসেড ফার্মে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় ফার্মে থাকা প্রায় ১৫শ মুরগি পুড়ে যায়। খামারের পাশে অনেক গাছপালাও আগুনে পুড়ে যায়। মুরগির আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা।
পোল্ট্রি ফার্মের মালিক এখলাছুর রহমান বলেন, আমি এই ফার্ম পরিচালনা করে পরিবারের ভরণপোষণ করতাম। কিন্তু আগুন দিয়ে আমাকে সর্বশান্ত করেছে। আমার সন্তানের লেখাপড়ার খরচও এখন যোগাতে পারব না।
এ বিষয়ে সাভারের বিরুলিয়া ইউনিয়ন পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) অপূর্ব দত্ত বলেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মাহিদুল মাহিদ/এসপি