কিশোরগঞ্জে ২ দফা দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
কিশোরগঞ্জে দুই দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীরা। শনিবার (৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে এই মানববন্ধন করে তারা।
পূর্বঘোষিত ৭০ শতাংশ সিলেবাস কমিয়ে ৪০ শতাংশ ঘোষণা দিয়ে পরীক্ষা নেওয়া এবং শুধু বিভাগভিত্তিক বিষয়ে পরীক্ষা ও সিলেবাস অনুযায়ী সময় নির্ধারণ করার দাবিতে বিক্ষোভ করে তারা।
দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। দাবি আদায়ের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ ও হস্তক্ষেপ কামনা করে এইচএসসি পরীক্ষার্থীরা।
শিক্ষার্থী কামরুল ইসলাম রাজু বলে, করোনায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় আমাদের ক্লাস হয়নি। ২০২১ সালে এসএসসি ও এইচএসসি পরীক্ষা নেওয়া হচ্ছে। শিক্ষামন্ত্রী ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন ২০২২ সালের এসএসসি পরীক্ষাও সংক্ষিপ্ত সিলেবাসে নেওয়া হবে। কিন্তু ২০২২ সালের এইচএসসি পরীক্ষা সম্পূর্ণ সিলেবাসে নেওয়ার কথা বলা হচ্ছে। এতে আমাদের সঙ্গে বৈষম্য করা হচ্ছে। তাই আমরা রাজপথে নেমেছি।
এর আগে তারা গুরুদয়াল সরকারি কলেজ মাঠে সমবেত হয়ে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে ১৫টি কলেজের প্রায় শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
এসকে রাসেল/আরআই