টাঙ্গাইলে দক্ষিণ আফ্রিকাফেরত ৬ জন কোয়ারেন্টাইনে
দক্ষিণ আফ্রিকা থেকে টাঙ্গাইলে আসা ছয়জনকে হোম কোয়ারেন্টাইনে রেখেছে জেলা স্বাস্থ্য বিভাগ। তাদের প্রত্যেককে ১৪ দিন বাসায় থেকে হোম কোয়ারেন্টাইন মানার নির্দেশনা দেওয়া হয়েছে। এদের মধ্যে মির্জাপুর উপজেলার তিনজন, বাসাইলের দুইজন ও কালিহাতীর একজন রয়েছেন।
বৃহস্পতিবার (২ ডিসেম্বর) রাতে টাঙ্গাইলের ডেপুটি সিভিল সার্জন ডা. শামীম হোসাইন চৌধুরী ঢাকা পোস্টকে বলেন, গত মঙ্গলবার (৩০ নভেম্বর) টাঙ্গাইলে আসা দক্ষিণ আফ্রিকা থেকে আসা প্রবাসীদের বিষয়ে স্বাস্থ্য অধিদফতর ও নিয়ন্ত্রণ শাখা থেকে তথ্য দেওয়া হয়। পরে জেলা স্বাস্থ্য বিভাগ পুলিশ ও স্থানীয় প্রশাসনের সহায়তায় তাদের ঠিকানা বের করে।
তারা গত মাসের ২১ তারিখ থেকে টাঙ্গাইলে এসেছেন। তবে তাদের কারও মধ্যে ওমিক্রনের কোনো লক্ষণ নেই। এরপরও তাদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এছাড়া তাদের বিষয়ে নিয়মিত খোঁজ রাখা হচ্ছে। এছাড়া বাসাইলে আসা প্রবাসীদের বাড়িতে লাল পতাকা টাঙিয়ে দেওয়া হয়েছে।
জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান জানান, দক্ষিণ আফ্রিকাফেরত ওই ছয়জনকে গত মঙ্গলবার (২৯ নভেম্বর) থেকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। ১৪ দিন পর নমুনা পরীক্ষা করে তাদের রিপোর্ট নেগেটিভ আসলে ছাড়পত্র দেওয়া হবে।
অভিজিৎ ঘোষ/আরএআর