রাত থেকে মগডালে বসেছিল কিশোর, উদ্ধার করল ফায়ার সার্ভিস
পটুয়াখালীর বাউফলে আবিদ হোসেন (১৩) নামে এক মাদরাসাছাত্রকে গাছের মগডাল থেকে উদ্ধার করা হয়েছে। রোববার (২৮ নভেম্বর) তাকে উদ্ধার করে ফায়ার সাভির্সের সদস্যরা।
আবিদ উপজেলার রাম লক্ষ্মণ গ্রামের বাসিন্দা রিকশাচালক মো. হেলাল খানের ছেলে।
জানা গেছে, উপজেলার উত্তর মদনপুরা মল্লিকবাড়ি হাফিজিয়া মাদরাসার ছাত্র আবিদ হোসেন। সে রাত ৩টা থেকে একটি রেইনট্রি গাছের মগডালে বসেছিল। ঘটনা জানাজানি হলে উৎসুক জনতার ভিড় জমে সেখানে।
স্থানীয়রা জানান, ছেলেটি যেহেতু মাদরাসায় পড়াশোনা করে। হয়তো শিক্ষকের মার থেকে বাঁচতে ওই গাছে উঠতে পারে।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন জানান, এটাতো পুরোনো ঘটনা। ঘটনার দিন পুলিশ ঘটনাস্থলে ছিল। ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে তাকে গাছের মগডল থেকে নামিয়ে নিয়ে আসে।
বাউফল ফায়ার সাভির্সের ফায়ার ফাইটার মো. মিজান সরদার বলেন, কী কারণে সে মগডালে উঠেছিল সে বিষয়ে আমরা কিছু বলতে পারছি না। এলাকাবাসীর ধারণা, জিন তাকে গাছের মগডালে উঠিয়েছে।
আবিদের বাবা মো. হেলাল খান বলেন, আমি কিছু জানি না। আল্লাহ আমার ছেলেকে বাঁচিয়ে রাখছে এটাই বড় কথা।
মহিব্বুল্লাহ্ চৌধুরী/এসপি