জামিন নিতে গিয়ে বাদলের ১৩ অনুসারী কারাগারে
নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানায় দায়ের করা মামলায় জামিন নিতে যাওয়া সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের ১৩ অনুসারীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২৩ নভেম্বর) উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষ হলে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে তারা জামিন আবেদন করেন। জামিন আবেদন নামঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এস এম মোসলেহ উদ্দিন মিজান।
আসামিরা হলেন- চরএলাহী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ওরফে কানা রাজ্জাক, চরএলাহী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুর রহিম, কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জায়েদুল হক কচি, চর ফকিরা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আশ্রাফ হোসেন রবেন্স, উপজেলা যুবলীগের সদস্য শাহদাত হোসেন পবেন্স, চরএলাহী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম, আবদুল আজিজ, শেখ বেলাল, মো.রিপন, এমরান হোসেন, মো. শাহীনসহ ১৩ জন।
নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, কারাগারে প্রেরণ করা ১৩ আসামির মধ্যে একজন কোম্পানীগঞ্জ উপজেলার চর এলাহী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান এবং বাকিরা সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের অনুসারী।
উল্লেখ্য, নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের দুটি গ্রুপের মধ্যে দ্বন্দ্বের জেরে ৯ মাস ধরে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে। দুই গ্রুপের সংঘর্ষে সাংবাদিকসহ দুইজনের মৃত্যু হয়েছে।
হাসিব আল আমিন/আরএআর