পাবনায় একসঙ্গে ১২ নেতাকর্মীকে আ.লীগ থেকে বহিষ্কার
দলীয় নির্দেশনা অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হয়ে আসন্ন পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করায় পাবনায় ১২ নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে সব ধরনের দলীয় কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
শনিবার (২০ নভেম্বর) রাতে জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক আহাদ বাবু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। এর আগে দুপুরে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বহিষ্কারাদেশ প্রাপ্তরা হলেন- পাবনার বেড়া পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী আব্দুল বাতেন, ফজলুর রহমান, ঈশ্বরদীর সাড়া ইউনিয়নের জুয়েল চৌধুরী, সাহাপুর ইউনিয়নের একলাস হোসেন বাবু, লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের আনিসুর রহমান আনিস, চাটমোহরের ফৈলজানা ইউনিয়নের হাফিজুর রহমান, হরিপুর ইউনিয়নের আফজাল হোসেন, মূলগ্রাম ইউনিয়নের মো. শহিদুল ইসলাম, গুনাইগাছা ইউনিয়নের রজব আলী বাবলু, হাবিবুর রহমান, হান্ডিয়াল ইউনিয়নের মো. গোলজার হোসেন ও বিলচলন ইউনিয়নের আকতার হোসেন।
দলীয় প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনে অংশ নেওয়ায় দলের প্রাথমিক সদস্য পদ থেকে তাদের বহিষ্কার করা হয়। এসব ‘বিদ্রোহী’ প্রার্থীদের পক্ষে কাজ না করার জন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
পাবনা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল ঢাকা পোস্টকে বলেন, দেশনেত্রীর দেওয়া নৌকা প্রতীকের বিরুদ্ধে অবস্থান নিয়ে নির্বাচন করায় দলের প্রার্থীদের বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে যারা ‘বিদ্রোহী’ প্রার্থীদের মদদ দেবে অথবা পক্ষ নিয়ে আর্থিকভাবে বা শ্রম দিয়ে সহযোগিতা করবে তাদের চিহ্নিত করে বহিষ্কার করা হবে বলে জানান তিনি।
রাকিব হাসনাত/এসপি