স্মার্ট কার্ড না থাকায় কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া থেকে বাদ!
ব্রাহ্মণবাড়িয়ায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র না থাকায় কনস্টেবল নিয়োগের জন্য বাছাই প্রক্রিয়া থেকে বেশ কয়েকজনকে বাদ দেওয়ার অভিযোগ ওঠেছে। এছাড়া বিভিন্ন কারণ দেখিয়ে আরও কয়েকশ প্রার্থীকে বাদ দেওয়া হয়েছে। রোববার (১৪ নভেম্বর) দিনব্যাপী জেলা পুলিশ লাইনে কয়েক ধাপে এই বাছাই প্রক্রিয়া সম্পন্ন হয়।
জেলা পুলিশের তথ্য অনুযায়ী, ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে ৫০ জন পুরুষ ও ৯ জন নারী কনস্টেবল নিয়োগ করা হবে। এজন্য রোববার ১ হাজার ৪৮৩ জন নারী-পুরুষ প্রার্থী পুলিশ লাইন মাঠে উপস্থিত হয়েছিলেন। এর মধ্যে প্রথম ধাপে শারীরিক উচ্চতা ও চাহিদা অনুসারে না হওয়ায় ১১৭ জন পুরুষ ও ১২১ জন নারীকে বাতিল করা হয়। দ্বিতীয় ধাপে কাগজপত্র ইত্যাদি না আনায় এবং সঠিক না থাকায় ৫৮৯ জন পুরুষ ও ২৮ জন নারীর প্রার্থিতা বাতিল করা হয়।
তবে কনস্টেবল পদে নিয়োগের জন্য বাছাই প্রক্রিয়ায় অংশ নেওয়া সরাইল উপজেলার সৌরভ সরকার, অপু দাস ও বাঞ্ছারামপুর উপজেলার ইমন মিয়া এবং টুটুল দেবনাথসহ কয়েকজন প্রার্থী সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, স্মার্ট কার্ড না থাকার কারণে তাদের অযোগ্য বলে গণ্য করা হয়। অনলাইন কপি দেওয়ার পরও তাদের প্রবেশপত্রে অযোগ্য সিল মেরে বের করে দেওয়া হয়।
ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান বলেন, অনেকেই তাদের কার্ডের ও সনদপত্রের মূল কপি আনেননি। ফটোকপি দাখিল করায় তাদের বাতিল করা হয়। সময় চলে যাওয়ার পর যদি কেউ মূল কপি এনে বলেন, তাহলে তো আর গ্রহণযোগ্য হবে না। পুলিশ কনস্টেবল নিয়োগ প্রক্রিয়ায় পুলিশ হেডকোয়ার্টারের অফিসার ও চিকিৎসকসহ একটি বিশাল টিম কাজ করেছে। অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।
আজিজুল সঞ্চয়/এসপি