খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
বেনাপোল থেকে ছেড়ে আসা খুলনাগামী ‘বেতনা কমিউটার ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। ফলে খুলনার সঙ্গে ঢাকার সব ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
শনিবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে যশোর রেলস্টেশনে ২ নম্বর ফ্ল্যাটফর্মে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। যশোর রেলস্টেশনের স্টেশনমাস্টার আয়নাল হোসেন ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।
তিনি আরও জানান, বিকেল সাড়ে ৪টার দিকে বেনাপোল থেকে ছেড়ে আসা খুলনাগামী বেতনা কমিউটার ট্রেনটি যশোর স্টেশনে প্রথম পৌঁছালে স্টেশনের প্রথম লাইন থেকে তৃতীয় লাইনে যাওয়ার সময়ে ট্রেনের দ্বিতীয় বগিটি লাইনচ্যুত হয়। তবে এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
খবর পেয়ে সন্ধ্যায় দুর্ঘটনাকবলিত ট্রেনের বগি উদ্ধারে খুলনা থেকে রিলিফ ট্রেন রওনা হয়েছে। ট্রেন চলাচল স্বাভাবিক করতে ঘণ্টা চারেক সময় লাগবে। লাইনচ্যুত হওয়ার সঠিক কারণ আমরা অনুসন্ধান করছি।
এদিকে লাইনচ্যুত হওয়া ট্রেনটির ৪টি বগি যশোর চাঁচড়া-দড়াটানা সড়কের ওপর থাকায় মুজিব সড়কে দীর্ঘ জানজট দেখা দিয়েছে।
জাহিদ হাসান/এনএ