নবাবগঞ্জ-দোহারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ঢাকার নবাবগঞ্জ ও দোহারে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে বৃহস্পতিবার (১১ নভেম্বর) নবাবগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে। এরপর যুবলীগের স্থানীয় নেতাকর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে শহীদ মিনারে ফিরে তারা কেক কাটেন।
এ সময় উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য আব্দুল বাতেন মিয়া, নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোয়াজ্জেম হোসেন, ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পনিরুজ্জামান তরুন, মহিলা বিষয়ক সম্পাদক হালিমা আক্তার লাবণ্য, উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক মিজানুর রহমান কিসমত, যুগ্ম আহ্বায়ক দেওয়ান আওলাদ হোসেন, অ্যাডভোকেট সাফিল উদ্দিন মিয়া, ইঞ্জিনিয়ার আরিফুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি সরোয়ার হোসেন খান, সাধারণ সম্পাদক মো. নূর আলম প্রমুখ।
অপরদিকে, দোহারে বেলা ১১টায় উপজেলা সভাকক্ষে কেক কাটেন যুবলীগের নেতারা। এ সময় তারা প্রয়াত এক যুবলীগ নেতার পরিবারকে একটি ঘর উপহার দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগের সভাপতি মুহা. আলমাছ উদ্দিন। সাধারণ সম্পাদক আব্দুর রহমান আকন্দের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন।
ফারুক আহমেদ/এমএইচএস