কেন্দ্র দখল নিয়ে সংঘর্ষ, ফটোসাংবাদিকসহ আহত ৮
দ্বিতীয় ধাপের নির্বাচনে পটুয়াখালীর গলাচিপার কল্যাণকলসে স্বতন্ত্র প্রার্থী মইনুল শিকদারের নেতৃত্বে হামলার ঘটনা ঘটেছে। এতে ফটোসাংবাদিকসহ আওয়ামী লীগের আটজন সমর্থক আহত হয়েছেন। বুধবার (১০ নভেম্বর) রাত সাড়ে ৯টায় ওই ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- আনছার রাঢ়ি (৬৫), রিয়াজ খান (৪০), রুবেল ( ২৬), শানু হাওলাদার (৫৫), সুলতান মৃধা (৩৫), ছোটন খান (২৬) ও একাত্তর টিভির ক্যামেরাপার্সন মাহমুদ হাসান শিবলি।
নৌকা প্রতীকের প্রার্থী দুলাল চৌধুরী বলেন, রাতে কল্যাণকলস ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে কেন্দ্র দখলে নেয় স্বতন্ত্র প্রার্থী (ঘোড়া প্রতীক) মাইনুল শিকদার। এ সময় আমার সমর্থকরা বাধা দিলে স্বতন্ত্র প্রার্থীর নেতৃত্বে হামলা চালায় বহিরাগত সন্ত্রাসীরা। পরে প্রশাসন গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
৭১ টেলিভিশনের জেলা প্রতিনিধি আহসানুল কবির রিপন বলেন, রাতে সংঘর্ষের ভিডিও ধারণ করার সময় একাত্তর টিভির ফটো সাংবাদিক মাহমুদ হাসান শিবলি ইটের আঘাতে আহত হয়েছেন।
এ বিষয়ে গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শওকতের মোবাইল ফোনে কল দিলে তিনি রিসিভ করেননি। এ কারণে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
মহিব্বুল্লাহ্ চৌধুরী/এসপি