ভোটের মাত্র ১৫ ঘণ্টা আগে প্রার্থীর মৃত্যু
গাইবান্ধায় ভোটগ্রহণের মাত্র ১৫ ঘণ্টা আগে এক মেম্বার প্রার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (১০ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
মৃত ওই প্রার্থীর নাম ইমদাদুল হক ইদু। তিনি দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য পদে নির্বাচনে অংশ নিয়েছিলেন। তার প্রতীক ছিল টিউবওয়েল।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে প্রার্থীর বড় ছেলে নাহিদ হাসান জানান, সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন স্থানে তার বাবা ভোটারের সাথে কথা বলেন ও আলাপ-আলোচনা করেন। বিকেলের দিকে তিনি হঠাৎ অসুস্থবোধ করলে জেলা হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬টার দিকে তিনি মারা যান।
নাহিদ বলেন, আমার বাবা নির্বাচনী কোনো চাপ বা হামলায় মারা যাননি। তিনি দীর্ঘদিন থেকে হৃদরোগে আক্রান্ত। তার মৃত্যু স্বাভাবিক। এটা নিয়ে কেউ রাজনীতি করবেন না।
বৃহস্পতিবারের (১১ নভেম্বর) নির্বাচনে এই ওয়ার্ডে ছয়জন প্রার্থী সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এ বিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তা আবদুল মোত্তালিব বলেন, প্রার্থীর মৃত্যুতে আমরা শোকাহত। সেখানে কাল ভোট হবে।
রিপন আকন্দ/আরআই