শিশু জয়ের বৈধ অভিভাবকের সন্ধান চেয়ে এলাকায় মাইকিং
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার আদমপুর এলাকার একটি ধানক্ষেত থেকে উদ্ধার করা নবজাতক শিশু জয়ের বৈধ অভিভাবকের খোঁজে এবার মাইকিং ও পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে এসব প্রচারণা চালানো হচ্ছে।
বুধবার (১০ নভেম্বর) বিকেলে কেন্দুয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইউনুস রহমান রনি ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শিশু জয়ের বৈধ অভিভাবকের খোঁজে বুধবার পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এছাড়া গতকাল মঙ্গলবার (৯ নভেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় মাইকিং করা হয়েছে।
উপজেলা শিশু কল্যাণ বোর্ডের সভার সিদ্ধান্ত অনুযায়ী এসব কার্যক্রম গ্রহণ করা হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, শিশু আইন, ২০১৩ এর ধারা ৯ অনুযায়ী গঠিত উপজেলা শিশু কল্যাণ বোর্ডের এক সভা ৯ নভেম্বর অনুষ্ঠিত হয়। সভায় নিম্নোক্ত সিদ্ধান্তগুলো গ্রহণ করা হয়।
যেমন- শিশুটির বৈধ অভিভাবকের খোঁজে মাইকিং করা, পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ, শিশুটিকে দত্তক নিতে প্রাপ্ত আবেদনগুলো যাচাই-বাছাই করা, শিশু আইন, ২০১৩ এর ৯২ ধারা অনুযায়ী শিশুটির যাচাই সংক্রান্ত পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষে ধারা ৮৪ (১) অনুযায়ী শিশুটিকে বিকল্প পরিচর্যায় প্রেরণ করা, বিকল্প পরিচর্যায় প্রেরণের পূর্ব পর্যন্ত উন্নত চিকিৎসা ও যত্ন নেওয়ার জন্য সংশ্লিষ্ট ডাক্তার, একজন আয়া ও দুইজন পুলিশ সদস্য শিশুটির সার্বক্ষণিক সেবা ও নিরাপত্তায় থাকবে।
তবে শিশুটির বৈধ অভিভাবক না পাওয়া গেলে উপজেলা শিশু কল্যাণ বোর্ড অতি শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ও প্রাপ্ত আবেদন সাপেক্ষে যথাযথ আইনি প্রক্রিয়া মেনে উপযুক্ত দম্পতির হাতে শিশুটিকে হস্তান্তর করবে।
এর আগে গত রোববার (৭ নভেম্বর) সন্ধ্যার আগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন আদমপুর এলাকার একটি ধান ক্ষেত থেকে নবজাতকটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয়রা।
জিয়াউর রহমান/এমএএস