চাঁদপুরে আগুনে পুড়ল তুলার কারখানা
চাঁদপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় একটি তুলা তৈরির কারখানা পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (১০ নভেম্বর) দুপুরে চাঁদপুর পৌরসভার ১৩ নং ওয়ার্ড দক্ষিণ তরপুরচন্ডী এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
পুড়ে যাওয়া কারখানার মালিক মো. বিল্লাল মিজি সদর উপজেলার ২ নং আশিকাটি ইউনিয়নের হাপানিয়া গ্রামের মো. মিজানুর রহমানের ছেলে।
কারখানায় কর্মরত শ্রমিকরা জানান, তারা সকাল থেকেই কারখানায় কাজ করছিলেন। এ সময় জুট থেকে তুলা তৈরির মেশিনে হঠাৎ একটি লোহার টুকরা চলে আসে এবং তা মেশিনের সাথে লেগে স্পার্কের মাধ্যমে তুলায় আগুন লেগে যায়।
কিছু বুঝে ওঠার আগেই আগুন দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়ে। তারা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম না হলে দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই কারখানায় থাকা সকল মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
কারখানার মালিক মো. বিল্লাল মিয়া জানান, গত ৮ থেকে ১০ দিন আগে তুলা বানানোর জন্য প্রায় ৮ লাখ টাকার জুট কাপড় নিয়ে এসেছিলেন তিনি এবং সর্বশেষ গত পরশু আরও ১৫ লাখ টাকার কাপড় নিয়ে আসেন। মেশিনপত্রসহ প্রায় ৩০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে বলে দাবি করেন ভুক্তভোগী বিল্লাল মিজি।
বিল্লালের ছোট ভাই আলী আহম্মেদ স্বপন মিজি বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ২০ লাখ টাকার তুলা ও জুটের কাপড় এবং মালামালসহ প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় আমার ভাই নিঃস্ব হয়ে গেছে।
চাঁদপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সাহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে ১৫ থেকে ২০ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা নিশ্চিত করে বলা সম্ভব হচ্ছে না। তদন্ত সাপেক্ষে তা জানা যাবে।
শরীফুল ইসলাম/আরআই