বড় ভাইয়ের বিরুদ্ধে কথা বলে আমি অনুতপ্ত : কাদের মির্জা
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বলেছেন, আমার বড় ভাই ওবায়দুল কাদের বাংলাদেশের একজন সফল রাজনীতিবিদ। আমার ব্যর্থতা হলো উনার মতো সফল রাজনীতিবিদের বিরুদ্ধে কথা বলা। বড় ভাইয়ের বিরুদ্ধে কথা বলে আমি অনুতপ্ত।
মঙ্গলবার (৯ নভেম্বর) রাত ৮টায় সত্য বচনের সফলতা ও ব্যর্থতার এক বছর উপলক্ষে ফেসবুক লাইভে এসে তিনি এসব কথা বলেন।
কাদের মির্জা বলেন, আমার সফলতা হলো জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া। আমার পৌরসভার নির্বাচনের ইশতিহার অনুযায়ী সে ভোটাধিকার ফিরিয়ে দিয়েছি। আমার ভোটের দিন দেশের সকল গণমাধ্যমের নজর ছিল বসুরহাটে এবং তারা তা প্রকাশ করেছে।
তিনি আরও বলেন, আমার সত্য বচনের ফলে অনেক কিছুর পরিবর্তন এসেছে। তবে এর জন্য আমার বিরুদ্ধে এক অপশক্তির বলয় তৈরি করা হয়েছে। যাদেরকে আমি হাতে ধরে রাজনীতিতে এনেছি তারাই নিজের স্বার্থে আমার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। অনেক প্রতিবন্ধকতা ছিল, কিন্তু আমার জন্য শান্তির সংকেত ছিল মানুষের ভালোবাসা।
সত্য বচন সম্পর্কে কাদের মির্জা বলেন, যেসব কথা কেউ বলতে পারে নাই তা আমি বলেছি। অপশক্তির বিরুদ্ধে মানুষ বলতে চায়, কিন্তু সবাই পারে না। আমি সাহস করে সত্য বলেছি। তাই জনগণ আমাকে গ্রহণ করেছে। সফলতা ব্যর্থতা থাকবে তাই বলে সত্য বলা থেকে বিরত থাকব না।
দুদককে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান করার দাবি জানিয়ে কাদের মির্জা বলেন, দুদক নিজেই দুর্নীতিগ্রস্ত। যারা এখানে আসে তারা সবাই দুর্নীতিতে জড়িয়ে পড়ে। তাই দুদককে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে গঠন করতে হবে।
তিনি আরও বলেন, আমি সাহস করে সত্য কথা বলেছি। যতদিন বাঁচবো সাহস করে সত্য কথা বলব। অন্যায় অনিয়ম অপরাজনীতির হোতাদের বিরুদ্ধে কথা বলে যাব।
প্রসঙ্গত, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। পৌরসভায় তৃতীয় মেয়াদে গত ডিসেম্বরে নির্বাচনের আগে বিভিন্ন ইস্যুতে কথা বলে আলোচনায় আসেন তিনি।
হাসিব আল আমিন/আরএআর