ইউএনও পরিচয়ে প্রধান শিক্ষকের সঙ্গে প্রতারণা
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরিচয়ে জেলা প্রশাসকের (ডিসি) অফিস থেকে স্কুলে ল্যাপটপ দেওয়া হবে বলে প্রধান শিক্ষকের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে একটি চক্র। নগদ অ্যাকাউন্টের মাধ্যমে আট হাজার টাকা হাতিয়ে নেয় চক্রটি।
মঙ্গলবার (৯ নভেম্বর) সকালে এ ঘটনাটি ঘটেছে। এ বিষয়ে বালিয়াকান্দি থানায় একটি অভিযোগ করেছেন ভুক্তভোগী ঐ শিক্ষক।
ভুক্তভোগী বালিয়াকান্দি মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চাঁদ সুলতানা বলেন, সকাল ৯.২৬ মিনিটের সময় ০১৯৫২৫৮৩৮৭৯, ০১৮১০৩৯২৪৯৩ নম্বর থেকে আমাকে ফোন করে বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরিচয় দেয়। মোবাইলে ওই ব্যক্তি জানায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে আপনার স্কুলে ল্যাপটপ দেওয়া হবে এ জন্য ৮ হাজার টাকা পাঠাতে হবে। ইউএনও পরিচয় পেয়ে আমি টাকা পাঠিয়ে দেই। পরে বুঝতে পারি আমি প্রতারণার স্বীকার হয়েছি।
অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুজ্জামান বলেন, ভুক্তভোগী প্রধান শিক্ষক একটি লিখিত অভিযোগ করেছেন। আমরা বিষয়টি তদন্ত করে দেখব।
এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হাসিবুল হাসান বলেন, বিষয়টি খুবই হতাশাজনক। আমার নম্বার ক্লোন করে ও অন্য নম্বার থেকে ফোন দিয়ে আমার পরিচয়ে একটি কুচক্রী মহল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, রাজনৈতিক ব্যক্তিসহ বিভিন্ন কর্মকর্তাদের কাছে টাকা চাচ্ছেন। যা সম্পূর্ণ প্রতারণামূলক কার্যক্রম। সকলকে আর্থিক লেনদেন থেকে বিরত থাকার জন্য ফেসবুক পোস্টে জানিয়েছেন এসিল্যান্ড।
মীর সামসুজ্জামান/আরআই