জয়কে দত্তক চাওয়া দম্পতিদের বাড়িতে গিয়ে খোঁজ নিচ্ছেন ইউএনও
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার আদনপুর এলাকার একটি ধানক্ষেত থেকে উদ্ধার করা নবজাতক ছেলে শিশুটিকে দত্তক নিতে চায় স্থানীয় ৫টি পরিবার। এ জন্য তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর পৃথকভাবে লিখিত আবেদনও করেছেন।
এদিকে দত্তক নিতে আগ্রহী আবেদনকারী পরিবারগুলোর বাড়িতে গিয়ে তদন্ত করছেন ইউএনও মো. মইনউদ্দিন খন্দকার ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইউনুস রহমান। মঙ্গলবার (৯ নভেম্বর) তারা সরেজমিনে গিয়ে এ তদন্ত শুরু করেছেন।
সন্ধ্যায় ইউএনও মো. মইনউদ্দিন খন্দকারের সঙ্গে কথা হলে তিনি এ তথ্য নিশ্চিত করে ঢাকা পোস্টকে বলেন, শিশুটিকে দত্তক নিতে এ পর্যন্ত ৫টি পরিবার থেকে আবেদন করেছেন। আবেদনকারীদের সার্বিক বিষয়ে খোঁজ-খবর নিতে বাড়ি বাড়ি যাচ্ছি। আমরা চাই বাচ্চাটিকে একটা নিরাপদ আশ্রয়ে হস্তান্তর করতে।
বর্তমানে শিশুটির কোনো সমস্যা নেই জানিয়ে তিনি বলেন, শিশুটি কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভিআইপি কেবিনে রেখে তার লালন পালন করা হচ্ছে।
এ নিয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইউনুস রহমান জানান, গত রোববার (৭ নভেম্বর) সন্ধ্যার আগে কেন্দুয়া পৌর শহরের আদমপুর এলাকার একটি ধানক্ষেত থেকে নবজাতকটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা। এরপর শিশুটির প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে হাসপাতালের তত্ত্বাবধানেই তাকে রাখা হয়েছে।
তিনি বলেন, ইউএনও স্যারের পরামর্শক্রমে আমরা শিশুটির প্রয়োজনীয় জামা কাপড়সহ সব কিছু কিনে দিয়েছি এবং নবজাতক এ শিশুর নাম রেখেছি 'জয়'।
এদিকে শিশুটিকে দত্তক নিতে আগ্রহী ও আবেদনকারী আদমপুর গ্রামের হাওয়া আক্তার জানান, ১২ বছরের সংসার জীবনে আমাদের কোনো সন্তান হয়নি। তাই শিশুটিকে দত্তক নিতে ইউএনও স্যারের কাছে আবেদন করেছি। আমাদেরকে দিলে আমরা তাকে মা-বাবার আদর স্নেহ দিয়ে লালন পালন করব। আবেদনের পর আজ ইউএনও স্যার আমাদের বাড়ি এসে কথা বার্তাও বলে গেছেন। শিশুটি আমাদেরকে দিলে আমরা খুবই খুশি হব।
জিয়াউর রহমান/এমএএস