শেরপুরে বৈদ্যুতিক তারে জড়িয়ে হাতির মৃত্যু
ভারত সীমান্তবর্তী শেরপুরের শ্রীবরদী উপজেলায় বৈদ্যুতিক তারে জড়িয়ে এক বন্য হাতির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ নভেম্বর) ভোরে উপজেলার বালিজুড়ি রেঞ্জের মালাকোঁচা নেওয়াবাড়ি টিলার কাছে এ ঘটনা ঘটে।
বন বিভাগ সূত্রে জানা গেছে, স্থানীয় আমির উদ্দিনের সবজির বাগানে জিআই তারের সঙ্গে বিদ্যুৎ সংযোগ দেওয়া ছিল। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক তারে জড়িয়ে হাতিটি মারা গেছে।
শেরপুরের সীমান্তবর্তী গারো পাহাড়ের নালিতাবাড়ী, ঝিনাইগাতী ও শ্রীবরদী উপজেলায় বন্য হাতির বিচরণ রয়েছে। এসব এলাকায় স্থানীয় লোকজন বন বিভাগের জমি অবৈধভাবে দখল করে বাড়িঘর নির্মাণ করেছে। বসতভিটা ছাড়াও তারা দীর্ঘদিন ধরে সেখানে ধান ও সবজির আবাদ করে আসছে। এসব স্থানে বন বিভাগের নির্দেশনাকে উপেক্ষা করে সবজি, ধানক্ষেত ও বাড়ির চারপাশে নিষিদ্ধ বৈদ্যুতিক জিআই তারের বেড়া দিয়েছে লোকজন। এসব জিআই তারে জড়িয়ে প্রায়ই বন্য হাতির মৃত্যুর ঘটনা ঘটছে।
বন বিভাগের শ্রীবরদী উপজেলার বালিজুড়ি রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. রবিউল ইসলাম ঢাকা পোস্টকে জানান, মৃত হাতিটির সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। মৃত হাতিটি পুরুষ হাতি। এর বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ হতে পারে। এ ঘটনায় শ্রীবরদী থানায় একটি মামলা করা হবে।
শ্রীবরদী উপজেলা প্রাণিসম্পদ অফিসের ভেটেরিনারি সার্জন ডা. মেহেদি হাসান বলেন, প্রাথমিক সুরতহাল রিপোর্টে ধারণা করা হচ্ছে হাতিটি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। তবে ময়নাতদন্তের পর সঠিক কারণ জানা যাবে। আমরা ইতোমধ্যে হাতির শরীর থেকে নমুনা সংগ্রহ করে ঢাকার ল্যাবে পাঠিয়েছি।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা আক্তার ঢাকা পোস্টকে বলেন, মৃত হাতিটির ময়নাতদন্তের রিপোর্ট পেতে কয়েকদিন সময় লাগবে। রিপোর্ট হাতে আসলে বিষয়টি নিয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। নমুনা সংগ্রহ করার পর দুর্গন্ধ ঠেকাতে হাতিটিকে মাটিচাপা দেওয়া হয়েছে।
জাহিদুল খান সৌরভ/আরএআর