কক্সবাজারে নির্বাচনী প্রচারণার সময় সদস্য প্রার্থী গুলিবিদ্ধ
ইউনিয়ন পরিষদের নির্বাচনী প্রচারণাকালে কক্সবাজার সদর উপজেলার পিএমখালীতে রেজাউল করিম নামে এক ইউপি সদস্য প্রার্থীকে গুলি করেছে দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ অবস্থায় তাকে কক্সবাজার সদর মডেল হাসপাতালে ভর্তি করা হয়।
সোমবার (৮ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে নির্বাচনী প্রচারণার সময় এ ঘটনা ঘটে। রেজাউল করিম পিএমখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের তোতকখালীর এলাকার সাবেক মেম্বার আবুল কালামের ছেলে।
আগামী ১১ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে রেজাউল করিম ৩ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী। রেজাউল করিম পিএমখালী ইউনিয়নের সাবেক ছাত্রলীগ নেতা বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনির উল গিয়াস বলেন, একদল দুর্বৃত্ত অতর্কিতভাবে ইউপি সদস্য প্রার্থীকে গুলি করে ঘটনাস্থল ত্যাগ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
মুহিব/এমএসআর