আবার হরতালের ডাক দিলেন কাদের মির্জা
নোয়াখালীর কোম্পানীগঞ্জে আবারও হরতালের ডাক দিয়েছেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরীর বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় এ হরতাল কর্মসূচি ডাকা হয়।
সোমবার (২৫ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় বসুরহাট বাজারের রূপালী চত্বরে উপজেলা আওয়ামী লীগের ডাকা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে হরতাল কর্মসূচির ঘোষণা দেন মেয়র আবদুল কাদের মির্জা। আগামী রোববার (৩১ জানুয়ারি) সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ হরতাল চলবে। হরতাল চলাকালে কোম্পানীগঞ্জ উপজেলায় বন্ধ থাকবে ব্যবসাপ্রতিষ্ঠান ও যানবাহন। কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ দাবি আদায়ে শান্তিপূর্ণভাবে এ হরতাল পালন করবে।
বিলম্বে একরামুল করিমের সবধরনের রাজনীতি বন্ধ করুন। সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে নিয়ে কটূক্তি করার অপরাধে তার বিচার করুন। না হয় বসুরহাট থেকে শুরু হওয়া আন্দোলন সময়ের ব্যবধানে সারা বাংলায় ছড়িয়ে পড়বে
মেয়র কাদের মির্জা
মেয়র কাদের মির্জা বলেন, সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের পরিবারকে ‘রাজাকারের পরিবার’ বলার প্রতিবাদে একরামুল করিম চৌধুরীকে বহিষ্কারের দাবিতে কোম্পানীগঞ্জের বসুরহাটে ডাকা অবস্থান ধর্মঘট ও হরতাল স্থগিত করা হয়েছিল। ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুরোধে সেই হরতাল প্রত্যাহার করা হয়েছিল। কিন্তু তার বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় আবারও হরতাল ডাকা হয়েছে।
তিনি বলেন, অবিলম্বে একরামুল করিমের সবধরনের রাজনীতি বন্ধ করুন। সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে নিয়ে কটূক্তি করার অপরাধে তার বিচার করুন। না হয় বসুরহাট থেকে শুরু হওয়া আন্দোলন সময়ের ব্যবধানে সারা বাংলায় ছড়িয়ে পড়বে। সময় থাকতে দাবি মেনে নেওয়ার জোর দাবি জানাই।
কাদের মির্জা বলেন, এই হরতালের পর আমরা ঢাকাভিত্তিক কর্মসূচি দেব। আমি এরই মধ্যে নোয়াখালীর নেতাদের সঙ্গে কথা বলেছি। আমরা ঢাকায় সিদ্ধান্ত নেব। এখান থেকে কথা বললে নীতিনির্ধারকদের কাছে পৌঁছায় না। অনেকে বিক্রি হয়ে গেছে। যারা আমাদের প্রধানমন্ত্রীর কাছে থাকে তারাও বিক্রি হয়ে গেছে। তারা সঠিক কথা তুলে ধরছেন না।
এই হরতালের পর আমরা ঢাকাভিত্তিক কর্মসূচি দেব। এখান থেকে কথা বললে নীতিনির্ধারকদের কাছে পৌঁছায় না। অনেকে বিক্রি হয়ে গেছে। যারা আমাদের প্রধানমন্ত্রীর কাছে থাকে তারাও বিক্রি হয়ে গেছে। তারা সঠিক কথা তুলে ধরছেন না
মেয়র কাদের মির্জা
সমাবেশে আরও বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত খান, সাধারণ সম্পাদক নুরনবী চৌধুরী ও উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল। এর আগে শনিবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বসুরহাট বাজারের বঙ্গবন্ধু চত্বরে অবস্থান ধর্মঘট প্রত্যাহার করে আধাবেলা হরতালের ডাক দেন কাদের মির্জা।
একই দাবিতে শুক্রবার (২২ জানুয়ারি) নেতাকর্মীদের নিয়ে অবস্থান ধর্মঘটে বসেন তিনি। ২১ জানুয়ারি নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী লাইভে এসে সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের পরিবারকে রাজাকারের পরিবার বলে মন্তব্য করেন। আগামী কয়েক দিনের মধ্যে এসব নিয়ে কথা বলা শুরু করবেন বলেও হুমকি দেন তিনি। একরামুল করিম চৌধুরীর এ বক্তব্যের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদের ঝড় ওঠে।
এনআই/এএম