গাজীপুরে ইয়াবাসহ গ্রেফতার স্বামী-স্ত্রী কারাগারে
গাজীপুরের সালনা এলাকায় গতকাল শুক্রবার রাতে অভিযান চালিয়ে মহানগর গোয়েন্দা পুলিশ ৭ হাজার ৮০০ ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে। শনিবার (৩০ অক্টোবর) সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
গ্রেফতাররা হলো নড়াইলের লোহাগড়া থানার মৌলভী ধানারই গ্রামের বায়োজিদ হোসেন তুহিন (৪২) ও তার স্ত্রী পারভীন আক্তার (২৩)। তারা মহানগরের সালনা মন্ত্রীবাড়ি রোড এলাকার গিয়াস উদ্দিনের বাড়ির ভাড়াটিয়া।
শনিবার (৩০ অক্টোবর) মহানগর গোয়েন্দা পুলিশের (দক্ষিণ) এসআই মো. আবুল হাসান বাদী হয়ে গাজীপুর সদর থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, শুক্রবার রাতে সালনা এলাকার গিয়াস উদ্দিনের ভাড়াবাড়ির তিনতলা ভবনের উত্তর পাশের ফ্লাটে তুহিন-পারভীন দম্পতির কক্ষে ইয়াবার চালান বিক্রয় করা হচ্ছে এমন খবরে গোয়েন্দা পুলিশ অভিযান চালায়।
তিনি আরও জানান, পরে তাদের ঘরে থাকা আলমারি ও পলিথিনের ব্যাগ থেকে ৭ হাজার ৮০০ ইয়াবা জব্দ করা হয়েছে। এ সময় তাদের গ্রেফতার করে গাজীপুর সদর থানায় সোপর্দ করা হয়। মহানগর গোয়েন্দা পুলিশের (দক্ষিণ) এসআই আবুল হাসান গাজীপুর সদর থানায় তাদের বিরুদ্ধে মামলা করেন।
গ্রেফতারদের মধ্যে তুহিনের বিরুদ্ধে ২০১৮ সালে ঢাকার উত্তরা-ভাটারা থানা, ২০১৭ সালে জয়দেবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এবং ২০১৩ সালে কিশোরগঞ্জের কুলিয়ারচর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে পারভীনের বিরুদ্ধে মামলা রয়েছে।
শিহাব খান/এমএসআর