শিশু ধর্ষণ ও অপহরণ মামলায় ৪৪ বছরের জেল
শেরপুরে শিশু ধর্ষণ ও অপহরণ মামলায় এক ব্যক্তির ৪৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৬ অক্টোবর) বিকেলে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আখতারুজ্জামান আসামির অনুপস্থিতিতেই এ রায় ঘোষণা করেন।
কারাদণ্ডপ্রাপ্ত আসামির নাম মো. গোলাপ হোসেন (৪৭)। তিনি ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের ডেফলাই গ্রামের ছাবেদ আলীর ছেলে।
মামলা সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১৮ এপ্রিল দুপুরে ডেফলাই গ্রামে বাড়ির সামনে খেলা করছিল সাড়ে ১১ বছর বয়সী (ভিকটিম) শিশুটি। এ সময় গোলাপ শিশুটিকে অপহরণ করে রাজধানী ঢাকায় নিয়ে যায়। পরে শিশুটির পরিবার গোলাপের শাশুড়ি আনোয়ারাকে চাপ দিলে তিনি শিশুটিকে ঢাকা থেকে শেরপুর আনার ব্যবস্থা করেন। বাড়িতে ফিরে শিশুটি তার স্বজনদের জানায়, ঢাকায় ভাড়া বাসায় রেখে তাকে কয়েক দফায় ধর্ষণ করেছে গোলাপ। পরে ওই ঘটনায় একই বছরের ২ মে শিশুটির বাবা বাদী হয়ে ঝিনাইগাতী থানায় গোলাপের বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণের অভিযোগে একটি মামলা করেন।
বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের পিপি অ্যাড. গোলাম কিবরিয়া বুলু ঢাকা পোস্টকে বলেন, ধর্ষণের দায়ে গোলাপ হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড। অপরদিকে অপহরণের দায়ে ১৪ বছর কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড। অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়।
জাহিদুল সৌরভ/আরআই