বৈরী আবহাওয়ায় সেন্টমার্টিনে আটকা ২৫০ পর্যটক
বৈরী আবহাওয়ার কারণে কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে প্রায় আড়াইশ পর্যটক আটকা পড়েছেন। আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাদের সেখানে নিরাপদে রাখার ব্যবস্থার কথা জানিয়েছে প্রশাসন।
রোববার (১৭ অক্টোবর) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন কোস্টগার্ড পূর্ব জোনের সেন্টমার্টিন স্টেশনের এক সিনিয়র কর্মকর্তা। নাম প্রকাশে অনিচ্ছুক কোস্টগার্ডের ওই কর্মকর্তা ঢাকা পোস্টকে জানান, কতজন আটকা পড়েছেন, সেটি তিনি নিশ্চিত নন। তবে আড়াইশ’র মতো হবে। বৈরী আবহাওয়া কেটে গেলে তাদের টেকনাফে পাঠানো হবে।
সেন্টমার্টিনের সি প্রবাল রিসোর্টের মালিক আব্দুল মালেক ঢাকা পোস্টকে বলেন, ‘যারা আটকা পড়েছেন তারা দুই থেকে তিন দিন আগে এখানে এসেছেন। জাহাজ চলাচল বন্ধ থাকায় এসব পর্যটক স্পিডবোট ও ট্রলারে করে এসেছেন। আজ তাদের ফেরত যাওয়ার কথা ছিল। কিন্তু আবহাওয়া পরিস্থিতি ভালো না হওয়ায় সেন্টমার্টিন থেকে কোনো ট্রলার বা স্পিডবোট ছেড়ে যেতে দেয়নি কোস্টগার্ড।’
তিনি আরও জানান, ‘আমাদের রিসোর্টেও ১৫ পর্যটক আছেন। তারা এখানে নিরাপদে রয়েছেন। পরিস্থিতি স্বাভাবিক হলে তারা ফেরত যাবেন।’
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ চৌধুরী ঢাকা পোস্টকে বলেন, আমরা পর্যটকদের খোঁজ-খবর নিচ্ছি। তারা যাতে সেন্টমার্টিনে নিরাপদে থাকেন সে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মুহিববুল্লাহ মুহিব/এমএসআর/জেএস