৪ দিনের ব্যবধানে মরিচের দাম কমে অর্ধেক
দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে পাইকারি ও খুচরা বাজারে কমেছে কাঁচা মরিচের দাম। চার দিনের ব্যবধানে কেজিতে ৬০ টাকা কমে প্রতিকেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৬০ টাকা দরে। আমদানি বন্ধ থাকলেও বাজারে দেশীয় কাঁচা মরিচের সরবরাহ থাকায় দাম কমছে বলে জানান ব্যবসায়ীরা।
শনিবার (১৬ অক্টোবর) সকালে হিলি বাজার ঘুরে দেখা যায়, বাজারে কাঁচা মরিচের পর্যাপ্ত সরবরাহ রয়েছে। আর এসব মরিচ আসছে নওগাঁ জেলা থেকে। সরবরাহ বেড়ে যাওয়ায় চার দিনের ব্যবধানে মরিচের দাম কমতে শুরু করেছে। গেল চার দিন আগে প্রতিকেজি মরিচ বিক্রি হয়েছে ১২০ টাকা কেজি দরে। এখন সেই মরিচ বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি দরে।
মরিচ কিনতে আসা শফিকুল ইসলাম শফিক নামে এক ক্রেতা ঢাকা পোস্টকে জানান, হিলি বন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানির পরও দাম কমেনি। তবে আমদানি বন্ধ থাকা অবস্থায় কাঁচা মরিচের দাম কমতেছে। তাহলে আমদানি করে লাভ কী? কাঁচা মরিচের দাম এমন কম থাকলে আমাদের জন্য ভালো।
হিলি বাজারের কাঁচা মরিচ বিক্রেতা মিঠু হাসান ঢাকা পোস্টকে বলেন, হিলি স্থলবন্দরের আমদানি-রফতানি বন্ধ থাকায় বাজারে এলসির কোনো কাঁচা মরিচ নেই। যা আছে সব দেশি মরিচ। বাজারে মরিচের সরবরাহ বাড়ার কারণে দাম অনেক কমে গেছে।
এসপি