রাজশাহীতে প্রতিমা বিসর্জন
প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে রাজশাহীতে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের সবেচেয় বড় ধর্মীয় অনুষ্ঠান দুর্গাপূজা। কঠোর নিরাপত্তার মধ্যে শুক্রবার (১৫ অক্টোবর) দুপুর থেকে পদ্মা নদীতে শুরু হয় প্রতিমা বিসর্জনের কার্যক্রম। বরাবরের মতো এবারও নগরীর মুন্নুজান স্কুলের সামনে পদ্মায় প্রতিমা বিসর্জন দেওয়া হয়।
এর আগে মণ্ডপে মণ্ডপে চলে সিঁদুর খেলা। দুপুরে প্রতিমা নিয়ে ধীরে ধীরে পৌঁছাতে থাকে পদ্মা ঘাটে। পর্যায়ক্রমে বিসর্জন দেওয়া হয় প্রতিমাগুলো।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস জানান, দুর্গাপূজা উপলক্ষে কন্ট্রোল রুম থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়েছে। উৎসব চলাকালে সাদা পোশাকেও অতিরিক্ত পুলিশ সদস্য কাজ করেছে। আর নির্বিঘ্নে প্রতিমা বিসর্জন অনুষ্ঠান শেষ করতে বিকেল থেকে নগরীর কুমারপাড়া, আলুপট্টি, সাহেববাজার জিরোপয়েন্ট এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়।
রাজশাহীতে এ বছর ৪৫৬টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজার আয়োজন ছিল। এর মধ্যে ৭৫টি পূজামণ্ডপ ছিল রাজশাহী নগর এলাকায়। বাকি ৩৮১টি মণ্ডপ জেলার ৯ উপজেলায়। দুর্গোৎসব চলাকালে মণ্ডপের নিরাপত্তায় বৃহস্পতিবার রাজশাহীজুড়ে ২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়।
ফেরদৌস সিদ্দিকী/আরআই