নওগাঁয় মদপানে যুবকের মৃত্যু
নওগাঁর ধামইরহাটে চোলাই মদ পান করে নীতিশ পাহান (১৯) নামে এক ক্ষুদ্র নৃগোষ্ঠীর যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ অক্টোবর) ভোর ৫টার দিকে পূজামণ্ডপ থেকে চোলাই মদ পান করে বাড়ি ফেরার পথে উপজেলার আমাইতাড়া বাজার এলাকায় ভ্যান থেকে পড়ে তার মৃত্যু হয়।
মৃত নীতিশ পাহান উপজেলার আলমপুর ইউনিয়নের বস্তাবর চৌঘাট তালপাড়া ক্ষুদ্র নৃগোষ্ঠী পল্লীর জগেন পাহানের ছেলে।
ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে. এম. রাকিবুল হুদা বলেন, বৃহস্পতিবার (১৪ অক্টোবর) উপজেলা সদরে পূজামণ্ডপের প্রতিমা দেখার জন্য বন্ধুদের সাথে বের হয় নীতিশ। রাতে আনন্দ-উৎসবের এক পর্যায়ে মাত্রাতিরিক্ত চোলাই মদ পানে অসুস্থ্য হয়ে পড়েন তিনি। পরে ভোর হলে বাড়ি ফেরার পথে উপজেলার আমাইতাড়া বাজার এলাকায় পৌঁছালে ভ্যান থেকে হঠাৎ পড়ে যান নিতীশ।
পরে স্থানীয়রা তাৎক্ষণিক নিতীশকে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক ডা. আনজুমান আরা তাকে মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, সুরতহাল তৈরি করে কোন অভিযোগ না থাকায় সৎকারের জন্য লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি জিডি করা হয়েছে।
আরআই