বাল্যবিবাহমুক্ত জেলা গড়তে চান এক ঘণ্টার ডিসি প্রারম্ভা
এক ঘণ্টার জন্য সিরাজগঞ্জ জেলা প্রশাসকের (ডিসি) দায়িত্ব পালন করেছেন কিশোরী প্রারম্ভা কাফি (১৬)। দায়িত্ব পেয়ে বৃহস্পতিবার (১৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেন তিনি।
বৈঠকে জেলায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, বাল্যবিবাহ ও ইভটিজিং বন্ধসহ শিশুদের নানা সমস্যা সমাধানের জন্য সুপারিশ তুলে ধরেন। একই সঙ্গে পুরো জেলাকে শিশুবান্ধব জেলা হিসেবে গড়ে তোলার অনুরোধ করেন প্রারম্ভা। পাশাপাশি এসব সুপারিশ বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন তিনি।
এ সময় সিরাজগঞ্জের জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ তার সুপারিশগুলো বাস্তবায়নের আশ্বাস দেন। জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে ন্যাশনাল চিলডেন’স টাস্কফোর্সের (এনসিটিএফ) আয়োজনে গার্লস টেকওভার-২০২১ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মেদের প্রতীকী দায়িত্ব পালন করেন এনসিটিএফের সদস্য প্রারম্ভা কাফি।
এ সময় সিরাজগঞ্জের জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ বলেন, আমাদেরকে আগামীর বিশ্বের সঙ্গে টিকে থাকতে হলে নিজেদের দক্ষ করে তৈরি করতে হবে। তাই সব ক্ষেত্রে নারীর ক্ষমতায়ন সমুন্নত রাখতে আমাদের নিজ নিজ জায়গা থেকে সহযোগিতার মনোভাব গড়ে তুলতে হবে।
এনসিটিএফ সিরাজগঞ্জের সভাপতি মো. আসাদুজ্জামান নাদিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মনির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শারমিন সুলতানা, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদ প্রমুখ।
শুভ কুমার ঘোষ/আরএআর