দেশে ১৩ শতাংশ শিশু বাল্যবিবাহের শিকার
করোনাকালীন দেশে আগের চেয়ে ১৩ শতাংশ শিশু বাল্যবিবাহের শিকার হয়েছে। বিশেষ করে দেশের উত্তরাঞ্চলে এ সংখ্যা অনেক বেড়ে গেছে।
বৃহস্পতিবার (১৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে ফরিদপুর প্রেসক্লাবে শিশুদের সংগঠন ন্যাশনাল চিলড্রেন টাক্সফোর্সে (এনসিটিএফ) উদ্যোগে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনায় সংগঠনের জেলা যুগ্ম সাধারণ সম্পাদক নবম শ্রেণির শিক্ষার্থী হাফসা বিনতে হায়দার। এ সময় শিশু নির্যাতন ও বাল্যবিবাবহ রোধ করার দাবি জানিয়েছে এনসিটিএফ।
লিখিত বক্তব্যে বলা হয়, দেশে শিশু নির্যাতন ও বাল্যবিবাহের হার বেড়ে গেছে। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের জেন্ডার অ্যান্ড জাস্টিস বিভাগের প্রতিবেদন অনুযায়ী করোনাকালীন দেশে আগের চেয়ে ১৩ শতাংশ শিশু বাল্যবিবাহের শিকার হয়েছে, বিশেষত উত্তরাঞ্চলে এ সংখ্যা অনেক বেড়ে গেছে।
লিখিত বক্তব্যে হাফসা আরও বলে, আমরা শিশুরা বাল্যবিবাহ ও শিশু নির্যাতনের সঙ্গে জড়িত সব ব্যক্তিকে দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছি, যাতে ভবিষ্যতে কেউ শিশুদের প্রতি নিষ্ঠুর আচরণ করতে সাহস না পায়।
এ সময় অন্যদের মধ্যে এনসিটিএফ ফরিদপুরের পক্ষে উপস্থিত ছিলেন শিশু সংগঠক দশম শ্রেণির শিক্ষার্থী আব্দুল্লাহ আল নাসিম, শিশু গবেষক এসএসসি পরীক্ষার্থী মো. আব্দুল্লাহ, দশম শ্রেণির শিক্ষার্থী মনিরা আক্তার, শিশু সাংবাদিক দশম শ্রেণির শাহারিণ ইসলাম, এসএসসি ঊর্মি আক্তার, জেলা স্বেচ্ছাসেবক শামীম আহমেদ ও জেলায় কর্মরত সাংবাদিকরা।
এনএ