আজ ১২০ স্কুলশিক্ষার্থী পাচ্ছে ফাইজারের টিকা
মানিকগঞ্জ সদর উপজেলার চারটি স্কুলের ১২ থেকে ১৭ বছরের ১২০ স্কুলশিক্ষার্থীকে পরীক্ষামূলক করোনাভাইরাসের টিকা দেওয়া হবে। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) বেলা ১১টার দিকে ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. লুৎফর রহমান ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বৃহস্পতিবার মানিকগঞ্জে কর্নেল মালেক মেডিকেল কলেজ ও হাসপাতালে ১২০ জন স্কুলশিক্ষার্থীকে করোনার টিকা প্রয়োগের কার্যক্রম উদ্বোধন করবেন। গত মাসে স্কুলগামী শিক্ষার্থীদের করোনার টিকার আওতায় আনা হবে বলে জানান তিনি।
ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মো. লুৎফর রহমান বলেন, করোনা সংক্রমণ প্রতিরোধে সরকারের পক্ষ থেকে ইতোমধ্যে বয়স্কদের টিকা দেওয়ার বিষয়টি চলমান রয়েছে। স্কুলগামী শিক্ষার্থীদের টিকার আওতায় আনার প্রস্তুতি চলছে।
সেই ধারাবাহিকতায় আজ স্বাস্থ্যমন্ত্রী উপস্থিত থেকে প্রাথমিকভাবে এই টিকা দেওয়ার কর্মসূচি উদ্বোধন করবেন। টিকা দেওয়ার পর শিক্ষার্থীদের নিজ নিজ বাসায় আগামী ১৪ দিন অবজারভেশনে রাখা হবে বলেও তিনি জানান।
জেলা শিক্ষা অফিসার রেবেকা জাহান, জেলার চারটি স্কুল থেকে নবম ও দশম শ্রেণির ১২ থেকে ১৭ বছরের শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে। এ পর্যায়ে জেলা শহরের সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ৫০ জন, সরকারি এস কে বালিকা বিদ্যালয়ের ৫০ জন, গড়পাড়া জাহিদ মালেক উচ্চ বিদ্যালয়ের ১০ জন এবং আটিগ্রাম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উচ্চ বিদ্যালয়ের ১০ জন শিক্ষার্থীদের ফাইজারের টিকা দেওয়া হবে।
সোহেল হোসেন/এমএসআর