সিরাজগঞ্জে ডেঙ্গু জ্বরে গৃহবধূর মৃত্যু
সিরাজগঞ্জে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে শাপলা খাতুন (২০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার (১১ অক্টোবর) দুপুর ২টার দিকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শাপলা খাতুন সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের নয়াপাড়া গ্রামের সেনা সদস্য রঞ্জুর স্ত্রী। সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের পরিসংখ্যানবিদ মোছা. জীবন্নাহার ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন ।
তবে এ বিষয়ে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. ফরিদুল ইসলাম, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. সৌমিত্র বসাক ও পরিসংখ্যানবিদ হুমায়ন কবীর কোনো তথ্য দিতে পারেননি।
তারা ঢাকা পোস্টকে বলেন, এ বিষয়ে আমরা কিছুই জানি না। তবে খোঁজ নিয়ে দেখবো।
সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. সৌমিত্র বসাক বলেন, যদি এমনটি হয় তাহলে এ বছরে সিরাজগঞ্জে এটাই ডেঙ্গু জ্বরে প্রথম মৃত্যু।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, শাপলা খাতুন শরীরে জ্বর নিয়ে গত রোববার (১০ অক্টোবর) ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি হন। এবং সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুরে তার মৃত্যু হয়।
শুভ কুমার ঘোষ/আরএআর