রামগড়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র হচ্ছেন আ. লীগের কামাল
পার্বত্য খাগড়াছড়ির সাবেক মহকুমা শহর রামগড় পৌরসভা নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র পদে নির্বাচিত হতে যাচ্ছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রফিকুল আলম কামাল। রোববার (১০ অক্টোবর) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে মেয়র পদে রফিকুল আলম কামাল ছাড়া অন্য কেউ মনোনয়নপত্র জমা না দেওয়ায় তিনিই হতে যাচ্ছেন রামগড় পৌরসভার মেয়র।
রামগড় উপজেলা নির্বাচন অফিসার ও রামগড় পৌরসভা নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার দেবাশীষ দাশ জানান, মেয়র পদে তিনজন মনোনয়নপত্র গ্রহণ করলেও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছাড়া অন্য কোনো প্রার্থী মেয়র পদে মনোনয়নপত্র জমা দেননি। ১১ অক্টোবর যাচাই-বাছাই শেষে তার মনোনয়ন বৈধ হলে তিনিই হতে যাচ্ছেন রামগড় পৌর মেয়র।
এর আগে রোববার (১০ অক্টোবর) দুপুর ১২টার দিকে দলের নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দেন রফিকুল আলম কামাল। এ সময় খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের উপদেষ্টা একেএম আলীম উল্যাহ, রামগড় উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ ত্রিপুরা, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক চন্দন দেবনাথ, রামগড় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তফা হোসেন ও সম্পাদক নুরুল আলম আলমগীর প্রমুখ উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র জমা দেওয়া শেষে আওয়ামী লীগ মমনোনীত প্রার্থী রফিকুল আলম কামাল বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে দেশের উন্নয়নের স্রোতধারায় রামগড়কে যুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন। উন্নয়নে পিছিয়ে পড়া রামগড়কে আধুনিক ও সমৃদ্ধ পৌরসভায় রুপান্তর করবেন বলেও জানান তিনি।
এদিকে রামগড় পৌরসভা নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ দিন পর্যন্ত ৯টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ৩৬ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরমধ্যে সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে ২৭ জন ও সংরক্ষিত তিনটি ওয়ার্ডে ৯ জন মনোনয়ন দাখিল করেছেন।
প্রসঙ্গত, ২৯ সেপ্টেম্বর নির্বাচন কমিশন ঘোষিত তফসিলে রামগড় পৌরসভা নির্বাচনে মনোয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল রোববার (১০ অক্টোবর)। মনোনয়নপত্র যাছাই-বাছাই ১১ অক্টোবর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৭ অক্টোবর এবং ১৮ অক্টোবর প্রতীক বরাদ্দ। ২ নভেম্বর রামগড় পৌরসভার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
জাফর সবুজ/এমএসআর