জনগণের জন্য অঙ্গীকার থাকলে বিএনপির নির্বাচনে আসা উচিত
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, বিএনপি একটি রাজনৈতিক দল। তারা তো তাদের ভালো বোঝে। জনগণের জন্য যদি তাদের অঙ্গীকার থাকে তাহলে বিএনপির নির্বাচনে আসা উচিত।
শনিবার (৯ অক্টোবর) দুপুর দেড়টার দিকে কুমিল্লা কোটবাড়ি বার্ডের ময়নামতি অডিটরিয়ামে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির (বার্ড) ৫৪তম বার্ষিক পরিকল্পনা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তাজুল ইসলাম আরও বলেন, যারা গণতন্ত্রকে বিশ্বাস করে না, স্বৈরতন্ত্রের জন্য অপেক্ষা করে, তাদের কাছে স্বাভাবিকভাবে নির্বাচন গুরুত্বপূর্ণ নয়। আমি বিশ্বাস করি সকল রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করবে।
অনুষ্ঠানে এলজিআরডি মন্ত্রণালয়ের সচিব (পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ) মো. মশিউর রহমান এনডিসি, বার্ডের মহাপরিচালক মো. শাহজাহান, কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, পুলিশ সুপার ফারুক আহম্মেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
অমিত মজুমদার/আরএআর