মাকে নির্যাতনের অভিযোগে ছেলের কারাদণ্ড
হবিগঞ্জের নবীগঞ্জ পৌর এলাকার পূর্ব-তিমিরপুর গ্রামে মাকে নির্যাতনের অভিযোগে মিশন মিয়া (২১) নামে এক যুবককে ১০ মাস ১০ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (০৮ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে এ দণ্ডাদেশ দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহি উদ্দিন।
দণ্ডাদেশপ্রাপ্ত মিশন মিয়া নবীগঞ্জ পৌর এলাকার পূর্ব-তিমিরপুর গ্রামের মৃত হোসেন মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, মিশন মিয়ার মা দর্জির কাজ করে সংসার চালাতেন। টাকার জন্য সে প্রায়ই মাকে মারধর ও আসবাবপত্র ভাঙচুর করতেন। শুক্রবার সন্ধ্যায় টাকার জন্য মায়ের ওপর অমানবিক নির্যাতন শুরু করে মিশন। এক পর্যায়ে দা নিয়ে মাকে মারতে গেলে তার চিৎকার শুনে আশপাশের লোকজন মিশনকে আটক করে।
খবর পেয়ে নবীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আমীর হামজার নেতৃত্বে একদল পুলিশ তাকে আটক করে নিয়ে আসে। পরে রাত সাড়ে ১০টার দিকে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহি উদ্দিনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত মিশনকে ১০ মাস ১০ দিনের কারাদণ্ড দেন।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্তকর্তা (ওসি) ডালিম আহমেদ জানান, দণ্ডপ্রাপ্ত মিশনকে শনিবার সকালে কারাগারে পাঠানো হয়েছে।
মোহাম্মদ নুর উদ্দিন/এসপি